ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৪৯:৫৬ পিএম

রেলের রানিং স্টাফদের দাবি পূরণে আলোচনা চলছে: উপদেষ্টা

২৮ জানুয়ারি, ২০২৫ | ৬:৩ পিএম

রেলের রানিং স্টাফদের দাবি পূরণে আলোচনা চলছে: উপদেষ্টা

ছবি: সংগ্রহ

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি জানান, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে এবং দাবি পূরণের জন্য চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

 

 

ফাওজুল কবির খান আরও বলেন, "দাবি থাকতে পারে, কিন্তু ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন করা দুঃখজনক।" তিনি জানান, রেলপথ মন্ত্রণালয়ের হাতে সরাসরি কিছু নেই, এ বিষয়ে যা করার তা অর্থ মন্ত্রণালয়কেই করতে হবে এবং আলোচনার মাধ্যমে সমাধান আসবে।

 

 

এদিকে, ২৭ জানুয়ারি রাত ১২টার পর থেকে সারা দেশে শুরু হওয়া কর্মবিরতির কারণে দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে যাত্রীদের মধ্যে হালকা বিশৃঙ্খলা দেখা গেছে। বেশিরভাগ যাত্রীই জানতেন না ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তাদের অনেকেই ভোরের আগে স্টেশনে আসলেও, কাউন্টারগুলোতে কোনো টিকিট পাওয়া যাচ্ছিল না। শীতের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করা যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

 

 

রানিং স্টাফদের কর্মবিরতির ফলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকায়, সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় আশা করছে, আলোচনার মাধ্যমে দ্রুত এই পরিস্থিতির সমাধান হবে।

রেলের রানিং স্টাফদের দাবি পূরণে আলোচনা চলছে: উপদেষ্টা