ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৪ | ৫:৯ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
রেলের রুটে ‘পরিবর্তন আসবে বলেছেন :উপদেষ্টা
২৯ অক্টোবর, ২০২৪ | ৫:৯ পিএম
![রেলের রুটে ‘পরিবর্তন আসবে বলেছেন :উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/29/20241029164622_original_webp.webp)
ছবি: সংগ্রহ
দেশের রেল রুটে পরিবর্তন আনার পাশাপাশি অনলাইনে টিকেট কাটার পদ্ধতি আরো সুবিধাজনক করা হবে বলে জানিয়েছেন যোগাযোগ উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন।
তিনি বলেছেন, অনলাইনে রেলের টিকেট কাটার নানা ধরনের সমস্যা চিহ্নিত করে সেগুলো ঠিক করার জন্য টিকেট বিক্রির দায়িত্বপ্রাপ্ত কোম্পানি সহজ ডটকমকে নির্দেশ দেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, "যেখানে যাত্রী নাই সেখানে ট্রেন যাচ্ছে। আবার যেখানে যাত্রী আছে, সেখানে ট্রেন নাই। প্রবাসীরা যেসব জায়গা যায় যেমন ঢাকা-সিলেট, ঢাকা চট্টগ্রাম এসব রুটে আলাদা ব্যবস্থা নেব।"
গত মঙ্গলবার রেলওয়ের রুট রেশনালাইজেশন এবং ই-টিকেটিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে রেল ভবনে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন উপদেষ্টা।
রেলের প্রকল্পগুলো নিয়েও পর্যালোচনা হচ্ছে জানিয়ে যোগাযোগ উপদেষ্টা বলেছেন, আগে অনেক প্রকল্প নেওয়া হয়েছে যেগুলো ‘কম গুরুত্বপূর্ণ’।
"সামনে রেলের প্রকল্প নিয়ে আমরা আরও বেশি সতর্ক আছি। আমরা সামনে বসব। কোন প্রকল্প কেন বাদ দেওয়া হয়েছে সেটা আমরা জানাব।"
“সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া প্রেজেন্টেশনে দেখানো হয়েছে, কমলাপুর থেকে টিকেট চাইলেন সেখানে নেই, কিন্তু তেজগাঁও থেকে আছে। আবার ৭টার ট্রেনে টিকিট নাই, ১০টার ট্রেনে আছে। তবে সেটার কী অবস্থা তা জানা যাচ্ছে না।“
তিনি বলেন, "যাত্রী যেন এখন থেকে এটা দেখতে পান কখন, কোথায় কোন স্টেশন থেকে টিকিট আছে। সহজ বলেছে, আগামী দুই তিন দিনের মধ্যে এটা ঠিক হবে। না হলে আপনারা অভিযোগ করবেন।"
"বিভিন্ন স্টেশন থেকেও টিকেট বরাদ্দ আছে। এখন সেটা এক স্টেশনে বিক্রি না হলে অন্য স্টেশন থেকে পাওয়া যাবে। সেটাও সহজকে বলা হয়েছে। আমরা এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।আমরা দেশটাকে মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যেতে চাই।"
"যারা কালোবাজারি করেন তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। যারা রেলের লোক তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। আমরা সমস্যার গোড়ায় যেতে চাই। সবাই বলে এই সরকার কিছু করে না। কিন্তু এটা সময় লাগবে। আমরা গত একমাসে সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করছি।"
![রেলের রুটে ‘পরিবর্তন আসবে বলেছেন :উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)