ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:০১:১৫ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১১ মে, ২০২৪ | ৩:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

লাখ পিস পাউরুটি প্রত্যাহার জাপানে

১১ মে, ২০২৪ | ৩:৪৩ পিএম

লাখ পিস পাউরুটি প্রত্যাহার জাপানে

জাপানের অন্যতম পাউরুটির ব্র্যান্ড পাসকো। সাম্প্রতিক বিপত্তির মুখে বাজার থেকে হাজার হাজার পাউরুটির প্যাকেট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। কারণ হিসেবে বলা হচ্ছে, এসব বেকারি পণ্যে ইঁদুরের শরীরের অংশবিশেষ পাওয়া গেছে।

 

পাউরুটি প্রত্যাহার বাবদ ভোক্তাদের অর্থ ফেরত দেবে বলে জানিয়েছে পাসকো। প্রতিবেদনে আরো বলা হয়, পাসকো শিকিশিমা করপোরেশনের তৈরি ১ লাখ ৪ হাজার টুকরো সাদা পাউরুটি সরিয়ে নেয়া হয়েছে। অন্তত এ ব্র্যান্ডের দুটি প্যাকেটে কালো ইঁদুরের কিছু অংশ পাওয়া গেছে।

 

জাপানজুড়ে সুপার মার্কেটে ও মুদি দোকানে পাসকোর তৈরি পাউরুটি দেখা যায়। এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, এখন পর্যন্ত পাউরুটি খেয়ে কেউ অসুস্থ হয়েছে এমন কোনো খবর পাওয়া যায়নি।

 

আরো বলা হয়েছে, ‘আমরা গ্রাহক, ব্যবসায়িক অংশীদার ও সংশ্লিষ্ট পক্ষের অসুবিধার জন্য গভীরভাবে ক্ষমাপ্রার্থী।’

পাউরুটিগুলো টোকিওর একটি কারখানায় উৎপাদন করা হয়েছে এবং বর্তমানে পুরো কারখানাটি বন্ধ রাখা হয়েছে।

জাপানের বাইরেও পাসকোর বাজার রয়েছে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে বেকারি পণ্য রফতানি করে।

 

জাপানে খাবারের প্রত্যাহারের ঘটনা বিরল। দেশটির সংশ্লিষ্ট খাতে মান নিয়ন্ত্রণ ও স্যানিটেশন ব্যবস্থা বেশ উচুঁ দরের। তবে সম্প্রতি খাবার সম্পর্কিত বেশকিছু সমস্যা আলোচনায় এসেছে।

 

চলতি মাসের শুরুর দিকে উত্তর-পূর্ব মিয়াগি প্রিফেকচারের শত শত শিক্ষার্থী স্কুল থেকে দেয়া দুধ পান করার পর অসুস্থ হয়ে পড়ে।

র আগে মার্চে ওষুধ প্রস্তুতকারক কোবায়াশি ফার্মাসিউটিক্যাল কোলেস্টেরল কমানোর জন্য সাপ্লিমেন্ট বাজার থেকে প্রত্যাহার করে নেয়। প্রতিষ্ঠানটি গত মাসে জানিয়েছেন, পাঁচজন সাপ্লিমেন্ট গ্রহণকারীর ‍মৃত্যু নিয়ে তদন্ত চলছে। এর ঘটনার সঙ্গে ওষুধে ব্যবহৃত ইস্টের সম্পর্ক আছে কিনা পরীক্ষা করে দেখা হচ্ছে। এছাড়া গত বছর চেইন স্টোর সেভেন-ইলিভেন রাইস বলে তেলাপোকা পাওয়া যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে পণ্য প্রত্যাহার করে নেয়া হয়।

লাখ পিস পাউরুটি প্রত্যাহার জাপানে