ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৪ | ৩:২ পিএম
অনলাইন সংস্করণ
লাভেলোর ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
৩১ ডিসেম্বর, ২০২৪ | ৩:২ পিএম
![লাভেলোর ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/31/20241231150233_original_webp.webp)
ছবি: সংগ্রহ
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
সোমবার (৩০ ডিসেম্বর) কোম্পানির ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান দাতিন শামীমা নার্গিস হক।
উক্ত সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাতো’ প্রকৌশলী মো: একরামুল হক সভার কার্য বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় ও ভবিষৎ পরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আগামী দিনগুলোতেও কোম্পানির সাফল্য ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শেয়ারহোল্ডাররা ফিজিক্যালি ও ভার্চুয়ালি এই এজিএমে মতামত প্রদান করেন এবং ২০২৩-২০২৪ হিসাব বছরের জন্য সুপারিশকৃত ২০% লভ্যাংশ সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করেন। সভায় বিনিয়োগকারীরা গত বছরগুলোর কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কোম্পানির ব্যবসা পরিচালনা উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ দেন।
এজিএমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মুহসীনিনা তাওফিকা একরাম, পরিচালক মুহসীনিনা সারিকা একরাম, রুহুল আমিন এফ সি এম এ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ব্যারিস্টার সাজেদ আহমেদ সামি, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, কোম্পানি সচিব মো: মহিউদ্দিন সরদার, সিএফও মোশতাক আহমদ, হেড অফ ইন্টার্নাল অডিট এন্ড কমপ্লায়েন্স মোঃ মাহফুজুর রহমান।
![লাভেলোর ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)