ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:০১:৫৬ পিএম

লেনদেনের পাশাপাশি ডিএসইর প্রধান সূচকের পতন অব্যাহত

৬ জুন, ২০২৪ | ১:২২ পিএম

লেনদেনের পাশাপাশি ডিএসইর প্রধান সূচকের পতন অব্যাহত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইর সূচকের মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

 

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ১৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৪ শতাংশ কমে ৫ হাজার ২২৪ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ কমে ১ হাজার ১৩৫ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করে।

 

আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ বেড়ে ১ হাজার ৮৫৪ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৮১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২১১ কোটি ৬৯ লাখ টাকা কমেছে। এদিন ১২ কোটি ১৮ লাখ ৬৯ হাজার ৮৪০টি শেয়ার এক লাখ ১৩ হাজার ৭৮৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত ছিল ৫২টির দর।

 

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির ২১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বিচ হ্যাচারি লিমিটেডের ১৭ কোটি ২৮ লাখ, ফরচুন শুজ লিমিটেডের ১১ কোটি ৬৩ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১১ কোটি ৩২ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১০ কোটি ২৫ লাখ, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ কোটি ৯৯ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৬ কোটি ৩৬ লাখ, রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স মিউচুয়াল ফান্ডের ৬ কোটি ২৪ লাখ, ই জেনারেশন লিমিটেডের ৬ কোটি ২৩ লাখ এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

গতকাল ৬ দশমিক ২৫ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড। এর পরের অবস্থানে থাকা তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৫ দশমিক ৯৫ শতাংশ, জাহিন স্পিনিং লিমিটেডের ৪ দশমিক ১৪ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৪ দশমিক ২৯ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ২৬ শতাংশ, বিচ হ্যাচারি লিমিটেডের ৩ দশমিক ৭৭ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৭০ শতাংশ, শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৬৬ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ৩ দশমিক ৪১ শতাংশ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৩৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।

 

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৯ দশমিক ৭৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ কমে ৮ হাজার ৯৮৬ দশমিক ৬৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৮ দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ১ হাজার ৪৯৪ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির দর।

লেনদেনের পাশাপাশি ডিএসইর প্রধান সূচকের পতন অব্যাহত