ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ৫:২৪:৪২ পিএম

লেনদেন ১২শ কোটি ছাড়ালো, পুঁজিবাজারে উত্থান

১৪ আগস্ট, ২০২৪ | ৩:২ পিএম

লেনদেন ১২শ কোটি ছাড়ালো, পুঁজিবাজারে উত্থান

ছবি: সংগ্রহ

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন ১২শ কোটি টাকা ছাড়িয়েছে।


আজ (১৪ আগস্ট ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৪ দশমিক ৮১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯৫২ পয়েন্টে।

 

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১২৭০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬৩ পয়েন্ট বেড়ে ২১৯৭ পয়েন্টে অবস্থান করছে।


আজ ডিএসইতে ১ হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ১৫ কোটি ০১ লাখ টাকা।


আজ ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৬টি কোম্পানির, বিপরীতে ২৩৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেন ১২শ কোটি ছাড়ালো, পুঁজিবাজারে উত্থান