ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৪৮:০৫ পিএম

লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

১১ অক্টোবর, ২০২৪ | ১:০ এএম

লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

ছবি: সংগ্রহ

লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞের ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করলো মিত্র যুক্তরাষ্ট্র। বুধবার (৯ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম্যাথিউ মিলার বলেন, ‘লেবাননে এমন কোনও সামরিক অভিযান হওয়া উচিত নয় যা গাজার মতো ফলাফল বয়ে আনে।’ 

 

এর আগে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি। এমনকি সশস্ত্র গোষ্ঠীটিকে কোনও বিশ্রামের সুযোগ না দিয়ে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত এক হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে ফোনালাপের পরপরই এমন মন্তব্য করলেন ম্যাথিউ মিলার ও হারজি হালেভি। গত সাত সপ্তাহের মধ্যে প্রথমবার ফোনালাপ করলেন তারা।

 

এর আগে গত মঙ্গলবার লেবাননের জনগণের উদ্দেশে দেওয়া এক ভিডিও ভাষণে নেতানিয়াহু সতর্ক করে বলেছিলেন, ‘লেবানন গাজা উপত্যকার মতো ‘ধ্বংসের’ সম্মুখীন হতে পারে। দীর্ঘ যুদ্ধের দিকে ধাবিত হওয়ার আগেই আপনারা লেবাননকে বাঁচান। হিজবুল্লাহর হাত থেকে আপনার দেশকে মুক্ত করুন যাতে এই যুদ্ধ শেষ হতে পারে।’

 

হোয়াইট হাউস জানিয়েছে, ফোনালাপে বাইডেন নেতানিয়াহুকে বলেছেন, লেবাননের বেসামরিক নাগরিকদের বিশেষ করে ‘বৈরুতের ঘনবসতিপূর্ণ এলাকায়’ ক্ষতির পরিমাণ কমিয়ে রাখতে।

 

ওয়াশিংটন একদিকে যুদ্ধের বিস্তার নিয়ে সতর্ক করছে; আবার বাইডেন প্রশাসন বলছে, তারা লেবাননে ইসরায়েলের অভিযানের পক্ষে। কারণ লেবাননের দক্ষিণে ইসরায়েলের স্থল অভিযানকে সমর্থন দিয়েছে বাইডেন প্রশাসন।

 

গত সপ্তাহে ইসরায়েলি সামরিক ক্ষেত্রগুলোয় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল যখন পালটা হামলা চালানোর কথা ভাবছে, তখনই বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হলো।

লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র