ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২১ ডিসেম্বর, ২০২৪ | ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ
লোকসানের বোঝা নিয়েই জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু
২১ ডিসেম্বর, ২০২৪ | ১২:২২ পিএম
![লোকসানের বোঝা নিয়েই জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/21/20241221113442_original_webp.webp)
ছবি: সংগ্রহ
গত মৌসুমে প্রায় ৫৪ কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে জয়পুরহাট সুগার মিলস তাদের চলতি মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করেছে। শুক্রবার (২১ ডিসেম্বর) মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উৎপাদন কার্যক্রম উদ্বোধন করা হয়।
চিনিকল কারখানার সামনের চত্বরে বিকেলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরপর ক্যান ক্যারিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে ২০২৪-২৫ মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ খাদ্য ও শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সচিব আনোয়ার কবির এবং প্রধান সিপিই গিয়াস উদ্দিন।
জয়পুরহাট সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং জেলা জামায়াতের আমির ডাক্তার ফজলুর রহমান সাঈদ।
চলতি ২০২৪-২৫ মৌসুমে জয়পুরহাট সুগার মিলসে ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার আখ থেকে চিনি আহরণের হার (রিকভারি) ধরা হয়েছে ৫.৫ শতাংশ। প্রাথমিকভাবে ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের জন্য ৩৫ কর্মদিবস কারখানা চালু রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ সময় মিল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এবার তারা লোকসান কাটিয়ে লাভজনক অবস্থায় ফিরে আসবে এবং স্থানীয় চাহিদা পূরণে ভূমিকা রাখবে।
![লোকসানের বোঝা নিয়েই জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)