ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ
শক্তিশালী অর্থনীতির জন্য বন্ড মার্কেটের ভূমিকা অনস্বীকার্য
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:১৪ পিএম

ছবি: সংগ্রহ
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রেসিডেন্ট নাজমুস সালেহীন বলেছেন, শক্তিশালী অর্থনীতির জন্য প্রাণবন্ত পুঁজিবাজারের প্রয়োজনীয়তা অপরিহার্য এবং পুঁজিবাজারের প্রাণবন্ততা নিশ্চিত করতে বন্ড মার্কেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, সারা বিশ্বে সুকুক বন্ড জনপ্রিয় হলেও অতীতে রেগুলেটর ও সরকারের পক্ষ থেকে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার কারণে সুকুকের অপব্যবহার হয়েছে, যা বাজারের জন্য ক্ষতিকর।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার তোপখানায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) যৌথভাবে আয়োজিত ‘আন্ডারস্ট্যান্ডিং বন্ড অ্যান্ড সুকুক মার্কেট’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এ কথা বলেন।
এসময় বিআইসিএম-এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রেসিডেন্ট নাজমুস সালেহীন আরও জানান, বিআইসিএম পুঁজিবাজারের জন্য দক্ষ জনশক্তি তৈরি করার কাজ করছে, তবে প্রয়োজনীয় জনশক্তি পাচ্ছে না। তিনি বলেন, বিআইসিএম-এর 'এপ্লাইড ফাইনান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট' মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী না পাওয়াটা দুঃখজনক।
সিএমজেএফ এর সভাপতি গোলাম সামদানী ভুইয়া বলেন, পুঁজিবাজারের উন্নয়নে বন্ডের বিকল্প নেই, তবে বন্ডের প্রতি সাধারণ মানুষের জ্ঞান ও ধারণা কিছুটা কম। তিনি আশাবাদী যে, এ ধরনের প্রশিক্ষণ পুঁজিবাজারের এই ঘাটতি পূরণে ভূমিকা রাখবে।
সাবেক সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমান বলেন, সঠিক সময়ে বন্ডের অপব্যবহার প্রতিরোধ করা না গেলে বিনিয়োগকারীরা বন্ডের প্রতি আস্থা হারিয়ে ফেলবেন। তিনি সরকারের কাছে সুকুক এবং বন্ডের অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির হাত থেকে রক্ষা করার অনুরোধ করেন।
সিএমজেএফ এর সাধারণ সম্পাদক আবু আলী বলেন, শেয়ারবাজার একটি অত্যন্ত সংবেদনশীল জায়গা এবং সেখানে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। তিনি আশা প্রকাশ করেন যে, এ ধরনের প্রশিক্ষণ দেশের শেয়ারবাজার ও অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।
কর্মশালাটি পরিচালনা করেন বিআইসিএম-এর সহকারী অধ্যাপক এস এম কালবীন ছালিমা, প্রভাষক ফাইমা আক্তার ও প্রভাষক গৌরব রায়।
- ট্যাগ সমূহঃ
- শক্তিশালী
- অর্থনীতি
- বন্ড
- মার্কেটে
- অনস্বীকার্য
