ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২৪ | ২:৫০ পিএম
অনলাইন সংস্করণ
শক্তিশালী কমিউনিটি তৈরির লক্ষ্যে জাতিক লিঃ এর আয়োজন টপ মার্চেন্ট মিট-আপ ২০২৪
৩০ ডিসেম্বর, ২০২৪ | ২:৫০ পিএম

ছবি: ভ্যাটবন্ধু নিউজ
টেকনোলজিকে সহজভাবে সবার কাছে পৌঁছে দিয়ে বাংলাদেশি স্টার্টআপ জাতিক লিমিটেড অনলাইন ব্যবসার প্রচলিত ধারণাকে বদলে দিচ্ছে। তাদের অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম জাতিক ইজি এর মাধ্যমে এখন টেকনোলজিক্যাল জ্ঞান ছাড়াই যে কেউ সহজেই ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে নিজের ব্যবসা অনলাইনে নিয়ে যেতে পারেন। এফ-কমার্স উদ্যোক্তা থেকে শুরু করে সকল ধরনের ব্যবসায়ী নতুনভাবে তাদের ব্যবসাকে এগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। সম্প্রতি জাতিক তাদের শীর্ষ মার্চেন্টদের নিয়ে আয়োজন করলো টপ মার্চেন্ট মিট-আপ ২০২৪। এই আয়োজনে মার্চেন্টদের সাফল্য উদযাপনের পাশাপাশি ই-কমার্স এবং তাদের ব্যক্তিগত অবদানেরও স্বীকৃতি প্রদান করা হয়।
এবারের টপ মার্চেন্ট মিট-আপ-এ ২০২৪ সালের সেরা ২০ জন মার্চেন্ট সম্মানিত করা হয়। সেরা বিক্রেতাদের মধ্যে “সুপার-স্টার”হিসেবে পুরস্কৃত হয় প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি বিক্রেতা ফ্লেক্সটোন। দ্বিতীয় অবস্থানে “দ্য স্টার”উপাধি পায় ভার্স, যারা তাদের ঘড়ি ও অ্যাক্সেসরিজের জন্য অনলাইনে পরিচিত। এছাড়াও, হাতে তৈরি চামড়ার পণ্যের জন্য পা-ইউর সু পুরস্কৃত হয় “দ্য রাইজিং স্টার”ক্যাটাগরিতে। একই সঙ্গে স্মার্টওয়াচ এবং গ্যাজেটের জন্য তফা মনোনীত হয় “দ্য আইকন”হিসেবে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জাতিক লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং সিইও সুলতান মনি-এর বক্তব্য। তিনি পারস্পরিক সহযোগিতা এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের কথা উল্লেখ করে বলেন, “এই মিট-আপের মাধ্যমে আমরা আমাদের শীর্ষ গ্রাহকদের প্রয়োজনগুলো আরও ভালোভাবে বুঝতে পেরেছি। আমরা তাদের কথা শুনেছি, তারাও আমাদের কথা শুনেছে। এর ফলে আমাদের সম্মিলিত লক্ষ্যে পৌঁছানো আরও সহজ হবে।” নতুন নতুন ফিচার সংযোজনের মাধ্যমে জাতিক তার শীর্ষ বিক্রেতাদের আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মার্চেন্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে বিভিন্ন উপহার ও ভাউচার বিতরণ করা হয়। ইজাকায়া, ক্লাবহাউস, ক্রিমসন কাপ, এবং টেকি ই-স্টোর-এর মতো ব্র্যান্ডের পক্ষ থেকে উপহার হিসেবে গিফট ভাউচার প্রদান করা হয়, যা এই মিট-আপকে সকলের কাছে আরও আনন্দময় করে তোলে।
জাতিক এই মিট-আপটিকে প্রতিবছর আয়োজন করার পরিকল্পনা করেছে এবং এর মাধ্যমে ই-কমার্সে ব্যবসায়ীদের সাফল্য উদযাপন এবং তাদের নতুন উদ্ভাবনে অনুপ্রাণিত করতে চায়। সামনের বছরগুলোতেও এই মিট-আপটিকে আরও বড় পরিসরে আয়োজন করা জাতিক লিমিটেডের একটি প্রধান লক্ষ্য, যা পারস্পরিক নেটওয়ার্কিং বাড়াতে এবং ই-কমার্স খাতকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
শুধু তাই নয়, ভবিষ্যতে প্রতিযোগিতামূলক ই-কমার্স জগতে সফলভাবে টিকে থাকতে জাতিক লিমিটেড নতুন নতুন ফিচার এবং টুলস প্রদানের মাধ্যমে তার মার্চেন্টদের পাশে থাকবে। এটি ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি ব্যবসার বৃদ্ধি এবং নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাতিকের প্রধান বিনিয়োগকারী এবং মেন্টর হিসেবে রয়েছে ডেকো ইশো ভেঞ্চার ক্যাপিটাল (DIVC)। ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে জাতিক অনেক উল্লেখযোগ্য অর্জন করেছে, যার মধ্যে অন্যতম হলো তাদের প্রতিষ্ঠাতাদের ফোর্বস ৩০ আন্ডার ৩০ এশিয়া-তে অন্তর্ভুক্তি। এখন পর্যন্ত জাতিক ইজি-তে ৬০,০০০-এর বেশি ই-কমার্স ব্যবসা নিবন্ধিত হয়েছে এবং ২০২৪ সালে এ প্ল্যাটফর্মের মাধ্যমে ১৫ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে।
