ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৪৩:৩৮ এএম

শপথ নিয়েই বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল করলেন ট্রাম্প

২১ জানুয়ারি, ২০২৫ | ৮:৩০ পিএম

শপথ নিয়েই বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল করলেন ট্রাম্প

ছবি: সংগ্রহ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কিছুক্ষণ পরই তিনি সেসব নির্বাহী আদেশে সই করেছেন।

 

 

এর আগে ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে ট্রাম্প জানান, শিগগিরই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন তিনি।

 

তার কিছুক্ষণ পরই ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে শুরুতেই তিনি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন। স্থগিতাদেশে সই করার পর ট্রাম্প জনতার উদ্দেশ্যে সেটি তুলে ধরে দেখান।

 

এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশেও সই করেছেন ট্রাম্প। এছাড়া তিনি ডব্লিওএইচও থেকে বের হয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন।

শপথ নিয়েই বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল করলেন ট্রাম্প