ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৫ | ৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ
শপথ নিয়েই ১০টি নির্বাহী আদেশ জারি করবেন ট্রাম্প
২০ জানুয়ারি, ২০২৫ | ৩:১৯ পিএম
ছবি: সংগ্রহ
আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। প্রথম দিনই বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করার ঘোষণা দিয়েছেন তিনি। এর মধ্যে অভিবাসন নীতি রয়েছে। নির্বাচনি প্রচারে এমন আভাসই দিয়েছিলেন এই নেতা।
আগের মেয়াদে প্রথম দিন মাত্র একটি আদেশ জারি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যা ওবামা কেয়ার নিয়ে ছিল। এবার তার পরিকল্পনা আরও বিস্তৃত। অন্তত ১০টি নির্বাহী আদেশে সই করতে পারেন রিপাবলিকান এই নেতা।
অভিবাসন নীতি : নির্বাচনি প্রচারে যে কথাটি ট্রাম্প বারবার বলেছেন, সেটি হলো আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসীকে বিতাড়িত করবেন তিনি। এ ছাড়া মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজ শেষ করবেন বলেও জানান। নিউইয়র্কে এক সমাবেশে তিনি বলেছিলেন, প্রথম দিনেই আমি সবচেয়ে বড় নির্বাসন কার্যক্রম শুরু করব। অপরাধীদের আমাদের দেশ থেকে বের করে দেব।
প্রথম দিন এ-সংক্রান্ত কোনো নির্বাহী আদেশে সই করবেন তিনি। এমনটাই পরিকল্পনা করা হয়েছে। তবে এই পরিকল্পনা অভিবাসন বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে। তারা বলছেন, এটি বাস্তবায়ন করা কৌশলগতভাবে কঠিন ও সামাজিকভাবে ক্ষতিকর হতে পারে।
জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ম বাতিল :জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ম বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। আমেরিকায় জন্মগ্রহণকারী প্রত্যেককে নাগরিকত্ব প্রদান করা হয় ১৪তম সংশোধনীর অধীনে। ট্রাম্প এ নিয়ম প্রথম দিনেই বাতিল করার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া বাইডেন প্রশাসনের উন্মুক্ত সীমান্ত নীতি বাতিল করার কথাও বলেছেন তিনি।
দাঙ্গাবাজদের ক্ষমা ২০২০ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার ঘটনায় জড়িতদের ক্ষমা করার পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘প্রথম দিনেই আমি এ বিষয়টি দেখব।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি : ট্রাম্প দাবি করেছেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। তিনি বলেন, ‘আমি পুতিন ও জেলেনস্কির সঙ্গে ভালো সম্পর্ক রাখি। তারা আমাকে সম্মান করে। কিন্তু বাইডেনকে তারা সম্মান করে না।’ এ কারণে প্রথম দিনই এ-সংক্রান্ত কোনো নির্বাহী আদেশে তিনি সই করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
অর্থনীতি ও জ্বালানি নীতি :মেক্সিকো ও কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। শপথের পর নির্বাহী আদেশের তালিকায় এই ইস্যু থাকতে পারে। তার মতে, ট্যারিফ হলো সবচেয়ে সুন্দর শব্দ।
বৈদ্যুতিক গাড়ির আদেশ বাতিল :মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৈদ্যুতিক গাড়ি-সংক্রান্ত যে আদেশ দিয়েছেন, শপথের পর প্রথমেই এই আদেশ বাতিল করে নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প।
ড্রিল, ড্রিল, ড্রিল :আমেরিকায় তেল খনন বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প। ফক্স নিউজের হোস্ট শন হ্যানিটির সঙ্গে টাউন হলে সাক্ষাৎকারের সময় তিনি বলেন, ‘ড্রিল, ড্রিল, ড্রিল’। ট্রাম্পের মতে, আমেরিকায় তেলের উৎপাদন বাড়ালে জ্বালানি খরচ ব্যাপকভাবে কমে যাবে।
ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নীতিমালা :ট্রাম্প ঘোষণা করেছেন, প্রথম দিনেই তিনি নারীদের খেলাধুলায় ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশগ্রহণ বন্ধ করবেন।
লিঙ্গ পরিচয় বিষয়ক নীতিমালা :এ ছাড়া লিঙ্গ পরিচয় সংশোধনমূলক কেয়ার কার্যক্রম বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প, যা নিয়ে এলজিবিটিকিউ+ সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।
মেড ইন আমেরিকা উদ্যোগ :ট্রাম্প আমেরিকান অটো ইন্ডাস্ট্রিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, আমেরিকায় তৈরি গাড়ি মানেই আমেরিকার ভবিষ্যৎ।