ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:২০ পিএম
অনলাইন সংস্করণ
শর্তসাপেক্ষে ১০০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এডিবি
৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:২০ পিএম
![শর্তসাপেক্ষে ১০০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এডিবি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/07/20250207130255_original_webp.webp)
ছবি: সংগ্রহ
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) শর্তসাপেক্ষে বাংলাদেশকে ১০০ কোটি ডলারের বাজেট সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এডিবি জানিয়ে দিয়েছে, এই সহায়তা পেতে বাংলাদেশের ব্যাংকিং খাত সংস্কারের বিষয়টি তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে মাস্টার প্ল্যান বাস্তবায়ন এবং কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে ঋণদাতা সংস্থাটি।
এডিবি জানিয়েছে, এসব শর্ত পূরণ করতে বাংলাদেশ সরকারের কাছ থেকে সম্মতি পেলে তারা আগামী জুনের মধ্যে বাজেট সহায়তার অর্থ ছাড় করবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে যে শর্তগুলো আরোপ করা হয়েছিল, সেগুলো অনুসরণ করে এডিবিও এবার শর্তের সঙ্গে ঋণ দেবে।
বাংলাদেশের ঋণ পরিশোধে ইতিবাচক ভাবমূর্তি থাকার কারণে অতীতে বেশ কিছু সময় শর্ত ছাড়াই ঋণ পাওয়া গিয়েছিল। তবে আইএমএফের সঙ্গে গত দুই বছরে একটি ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তির পর শর্ত আরোপের প্রবণতা বেড়েছে। আইএমএফের পরামর্শ অনুযায়ী, সরকারের পক্ষ থেকে কিছু পণ্যের ওপর ভ্যাট ও ট্যাক্স বাড়ানো হয়েছে এবং বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অর্থনীতিবিদরা।
এদিকে, এডিবি জানিয়েছে, ব্যাংকিং খাত সংস্কারের পাশাপাশি তারা খেলার ঋণ কমানোর উপরও গুরুত্ব দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব সংস্কার বাস্তবায়িত হলে দেশের জন্য ভালো হবে। তবে, শর্ত পালন করতে গিয়ে সাধারণ মানুষের ওপর যাতে অতিরিক্ত চাপ না আসে, সে বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত।
এডিবি দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাপরিচালক তাকেও কোনিশির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি ঢাকায় এসে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে এডিবি জানায়, তারা নীতিনির্ভর কর্মসূচির জন্য স্বল্পসুদে তহবিল সরবরাহ করতে পারবে এবং এই অর্থ জুনের মধ্যে পাওয়া যেতে পারে।
বাংলাদেশের জন্য এই বাজেট সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী জুনের মধ্যে শর্তগুলো পূর্ণ হলে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বড় ধরনের সহায়তা আসবে বলে আশা করা হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- শর্তসাপেক্ষে
- এডিবি
- বাজেট সহায়তা
- দেবে
![শর্তসাপেক্ষে ১০০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এডিবি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)