ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সাড়ে তিনগুণ বেশি খরচের অভিযোগ
৩ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩৯ এএম
![শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সাড়ে তিনগুণ বেশি খরচের অভিযোগ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/03/20241203103143_original_webp.webp)
ছবি: সংগ্রহ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে সাড়ে তিন গুণ বেশি খরচ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা যুক্তি দেখান, ভারতে ৭ হাজার কোটিতে টার্মিনাল নির্মাণ হলেও বাংলাদেশে ব্যয় হচ্ছে ২৫ হাজার কোটি টাকা।
সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে অ্যাভিয়েশন বিষয়ক সংবাদিকদের সংগঠন এটিজেএফবির এক আলোচনা সভায় এ অভিযোগ তোলা হয়। এ সময় বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এএফ হাসান আরিফ জানান, নির্মাণ কাজে দুর্নীতি হয়ে থাকলে শ্বেতপত্র প্রকাশ করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সব কিছুতেই সংস্কারের একটি বিষয় আসছে। দুদকও সংস্কার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি বিষয় যেটি বিগত সরকারের ১৭ বছরে ঘটেছে, সেগুলোর শ্বেতপত্র আসছে। সেভাবে বিমানেরও শ্বেতপত্র আসবে। শ্বেতপত্র মানে শুধু অভিযোগই আনা না, এটি আত্মশুদ্ধির একটি প্রক্রিয়া।
তৃতীয় টার্মিনাল চালু হতে আরও এক বছর লাগবে উল্লেখ করে হাসান আরিফ বলেন, বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে সক্ষমতার বিষয়টি আমরা দেখব। দুই বছর যে আমরা হাত দিয়ে বসে থাকব বিষয়টি এমন নয়। যদি তার সক্ষমতার ঘাটতি হয়, বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।
এটিজেএফবির সভাপতি তানজীম আনোয়ারের সভাপতিত্বে ওই গোলটেবিল বৈঠকে সিভিল এভিয়েশন অথরিটি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা ছাড়াও এভিয়েশন বিশেষজ্ঞরা বক্তব্য দেন।
- ট্যাগ সমূহঃ
- টার্মিনালে
- খরচের
- অভিযোগ
![শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সাড়ে তিনগুণ বেশি খরচের অভিযোগ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)