ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:৫২:৩৯ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৫ | ৪:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

শিগগিরই বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু

২৯ জানুয়ারি, ২০২৫ | ৪:৪৮ পিএম

শিগগিরই বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু

ছবি: সংগ্রহ

আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। ইসলামাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইসিসিআই)-এর সভাপতি নাসির মনসুর কোরেশির সঙ্গে এক বৈঠকে তিনি এ তথ্য প্রকাশ করেন।

 

 

হাইকমিশনার ইকবাল হোসেন জানান, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে সংযোগ বৃদ্ধি পাবে এবং তা ব্যবসায়িক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে। তিনি আরো জানান, ঢাকা, করাচি এবং লাহোরের মধ্যে কার্গো ফ্লাইটও শিগগিরই চালু হবে, যা বাণিজ্য ও ব্যবসায়িক বিনিময়কে সহজ করবে।

 

 

বাংলাদেশি হাইকমিশনার বৈঠকে পাকিস্তানের সাথে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং পাকিস্তানি নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সহজ করার কথাও তুলে ধরেন।

 

 

এ সময় নাসির মনসুর কোরেশি বলেন, তিনি পাকিস্তান থেকে একটি প্রতিনিধিদল নিয়ে শিগগিরই বাংলাদেশ সফর করতে চান, যাতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা যায়।

 

 

এই পদক্ষেপটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও প্রসারিত করতে সহায়তা করবে, এবং সম্ভাব্য বিনিয়োগের সুযোগ তৈরি করবে।

শিগগিরই বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু