ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:৪৪:৪১ এএম

শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হচ্ছে ৬ নতুন কনটেইনার জাহাজ

১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩৩ এএম

শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হচ্ছে ৬ নতুন কনটেইনার জাহাজ

ছবি: সংগ্রহ

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে এবার প্রথমবারের মতো ছয়টি নতুন কন্টেইনারবাহী জাহাজ যুক্ত হতে যাচ্ছে। কোরিয়া থেকে এই জাহাজগুলো কেনা হবে, যার মাধ্যমে দেশের সমুদ্রগামী বাণিজ্যে একটি বড় পরিবর্তন আসবে। বিএসসি ২০৩০ সালের মধ্যে আরও ১৬টি নতুন জাহাজ সংগ্রহের পরিকল্পনা করেছে।

 

 

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, মোট ৩৮০০ কোটি টাকা ব্যয়ে কোরিয়ার দুটি শিপইয়ার্ড থেকে ছয়টি কন্টেইনার জাহাজ কেনা হবে। এর মধ্যে কোরিয়ান এক্সিম ব্যাংক ৩৫০০ কোটি টাকা ঋণ দেবে এবং বাংলাদেশ সরকার ৩০০ কোটি টাকা অর্থায়ন করবে। আশা করা হচ্ছে, ২০২৭ বা ২০২৮ সালের মধ্যে নতুন জাহাজগুলো বিএসসি বহরে যুক্ত হবে। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ২৫০০ থেকে ২৮০০ টিইইউ এবং ড্রাফট প্রায় ৯.৮ মিটার হবে।

 

 

এই ছয়টি কন্টেইনার জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে ট্রান্সশিপমেন্ট বন্দরের মধ্যে চলাচল করবে, এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া, পোর্ট কেলাং ও তানজুম পেলাপাস রুটে পরিচালিত হবে। একই সঙ্গে, আন্তর্জাতিক রুটে চার্টারিংয়ের মাধ্যমে এগুলো ব্যবহার করা হতে পারে।

 

 

প্রকল্পের আওতায়, ছয়টি জাহাজ সংযোজনের ফলে বছরে প্রায় ৬ লাখ টিইইউ কনটেইনার পরিবহণ সম্ভব হবে, যা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় করবে বলে জানিয়েছে বিএসসি। এই প্রকল্প থেকে বার্ষিক আয় হবে ২ হাজার ২৬১ কোটি ১৫ লাখ টাকা, এবং বার্ষিক পরিচালন ব্যয় হবে ১ হাজার ২১৫ কোটি ১১ লাখ টাকা।

 

 

বিএসসি ২০৩০ সালের মধ্যে আরও ১৬টি জাহাজ সংগ্রহের পরিকল্পনা করেছে, এর মধ্যে বাল্ক ক্যারিয়ার ও অন্যান্য ধরনের জাহাজ অন্তর্ভুক্ত থাকবে। চীন ও কোরিয়া থেকে এসব জাহাজ কেনার আলোচনা চলছে।

 

 

এদিকে, ২০২৩-২৪ অর্থবছরে বিএসসি ২৫০ কোটি টাকা মুনাফা করেছে, যা প্রতিষ্ঠানের ৫৩ বছরের ইতিহাসে সর্বোচ্চ। নতুন জাহাজ সংযোজনের ফলে বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্য সম্প্রসারিত হবে এবং আন্তর্জাতিক শিপিং শিল্পে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হবে।

 

 

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, “বিএসসির নতুন জাহাজ সংযোজনের পরিকল্পনা দেশের সমুদ্রগামী বাণিজ্যের জন্য আশাব্যঞ্জক। নতুন জাহাজ যুক্ত হলে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক।”

 

 

এভাবে, বিএসসি নতুন জাহাজ সংগ্রহের মাধ্যমে দেশের সমুদ্রগামী বাণিজ্য খাতকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হচ্ছে ৬ নতুন কনটেইনার জাহাজ