ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২১ অক্টোবর, ২০২৪ | ৯:০ পিএম
অনলাইন সংস্করণ
শিল্প খাতের সংকট মোকাবিলায় সহায়তা চায় বিসিআই
২১ অক্টোবর, ২০২৪ | ৯:০ পিএম

ছবি: সংগ্রহ
শিল্পখাতে বর্তমানে বড় চ্যালেঞ্জ জ্বালানি সংকট। গ্যাস-বিদ্যুতের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হলে এর প্রভাব অন্যান্য খাতেও পড়বে। এ ছাড়া ব্যবসাক্ষেত্রে ক্রমাগত ব্যাংক সুদহার বৃদ্ধি, এনবিআর কর্তৃক এইচএস কোড জটিলতা, কারখানা বন্ধ থাকায় বেতন দিতে মালিকদের সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।
রোববার শিল্প ভবনে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে এসব কথা শিল্প উপদেষ্টাকে অবহিত করেন বিসিআই সভাপতি।
সাক্ষাতে সভার শুরুতে উপদেষ্টাকে বিসিআই পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ‘আমার পণ্য আমার দেশ’ লোগো সংবলিত একটি স্যুভেনির উপহার দেওয়া হয়।
সাক্ষাতে বিসিআই সভাপতি বলেন, বিসিআই-শিল্প মন্ত্রণালয় একসঙ্গে শিল্প মেলা আয়োজন, বাংলাদেশ থেকে হালাল পণ্য রফতানির সম্ভাবনার পূর্ণ ব্যবহার এবং হালাল সার্টিফিকেট প্রদানে বিসিআইকে অনুমতি প্রদান করার বিষয়টি গুরুত্বসহকারে উল্লেখ করেন।
তিনি শিল্প ক্ষেত্রে দক্ষ জনবলের অভাব দূরকরণে এবং এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার পর প্রয়োজনীয় দক্ষ কর্মী ও ব্যবস্থাপকের অভাব পূরণে প্রশিক্ষণ কারিকুলাম ও যন্ত্রপাতি চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আপডেট করার বিষয়ে শিল্প মন্ত্রণালয় এবং বেসরকারি খাত একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শিল্প মালিকদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিল্প উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় উপস্থিত শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বিসিআই সভাপতির বক্তব্যের প্রেক্ষিতে বলেন, শিল্প মন্ত্রণালয় আপনার বিষয়গুলো সমাধানে নিজে এবং অন্যান্য মন্ত্রণালককেও সমস্যাগুলো সমাধানে উদ্যোগ গ্রহণের জন্য সুপারিশ করবেন। তিনি বিসিআইর সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।
