ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:৮ এএম
অনলাইন সংস্করণ
শীতকালে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চাপ
৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:৮ এএম
![শীতকালে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চাপ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/04/20241204090831_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোয় প্রাকৃতিক গ্যাসের দাম চলতি বছরে ৩০-৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। শীতকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জ্বালানি পণ্যটির চাহিদা বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রয়টার্সের এক বিশ্লেষণ অনুযায়ী, প্রধান ব্যবহারকারী দেশগুলোয় পুনরায় মজুদ গড়ে তোলার প্রক্রিয়ায় পণ্যটির মূল্য আরও বৃদ্ধি পেতে পারে।
ইউরোপ ও এশিয়ার দেশগুলোয় গ্যাসের মজুদ ফুরিয়ে আসছে। শীতের সময় আবহাওয়া তুলনামূলকভাবে মৃদু থাকলেও মজুদ পুনর্গঠন চাহিদা বাড়াবে। রয়টার্সের বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতিতে শীতকালীন তাপমাত্রা নিয়ন্ত্রণের চাহিদার কারণে গ্যাসের দাম শীত শেষে ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত স্থিতিশীল না-ও থাকতে পারে।
এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকায় প্রাকৃতিক গ্যাসের দুই-তৃতীয়াংশ ব্যবহার হয়। শীতকালে তাপমাত্রা নিয়ন্ত্রণে এর চাহিদা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। এদিকে, ইউরোপে গ্যাস মজুদ নভেম্বরে ১১ শতাংশ কমেছে, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সরবরাহ সংকটের সঙ্গে সম্পর্কিত। তবে যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের মজুদ বর্তমানে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।
অন্যদিকে, কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদনের খরচ গ্যাসের তুলনায় কম হওয়ায় এশিয়ার দেশগুলোয় কয়লার ব্যবহার বাড়ছে। কিন্তু এতে কার্বন নিঃসরণ ৫৫ শতাংশ বেশি হয়। ইউরোপে গ্যাসের চাহিদা উর্ধ্বমুখী থাকায় এ অঞ্চলে দাম কমার সম্ভাবনা কম।
লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসইজি) তথ্য অনুযায়ী, চীন, জাপান এবং ইউরোপের তাপমাত্রা গড়ের নিচে থাকার পূর্বাভাস রয়েছে। দক্ষিণ কোরিয়ার সিউলে ডিসেম্বরে গড় তাপমাত্রা মাইনাস ২ দশমিক ১৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এতে এশিয়া ও ইউরোপে গ্যাসের চাহিদা বাড়বে, যা মূল্য বৃদ্ধির জন্য দায়ী হতে পারে।
বিশ্লেষকরা সতর্ক করছেন, প্রাকৃতিক গ্যাসের ক্রমবর্ধমান দাম বিদ্যুৎ খাতে ব্যয় বাড়াবে। ফলে মূল্যস্ফীতি বৃদ্ধি পেতে পারে, যা চীন, ইউরোপসহ বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
![শীতকালে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চাপ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)