ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৪ | ২:২৪ পিএম
অনলাইন সংস্করণ
শুকনা মরিচের দাম কেজিতে কমেছে ৭০ টাকা
২৩ এপ্রিল, ২০২৪ | ২:২৪ পিএম
![শুকনা মরিচের দাম কেজিতে কমেছে ৭০ টাকা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/04/23/20240423142413_original_webp.webp)
চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে সরবরাহ বাড়ায় ১০ দিনের ব্যবধানে শুকনা মরিচের দাম কমেছে কেজিতে ৬০ থেকে ৭০ টাকা করে; যা ঈদের আগের বিক্রয় হয়েছে ৪০০ টাকা কেজিতে, তা বর্তমানে বিক্রয় হচ্ছে ৩৩০ টাকা ৩৪০ টাকায়। দেশের বিভিন্ন স্থান ও ভারত থেকে বাজারে নতুন মরিচ আসতে শুরু করেছে। এ ধারা অব্যাহত থাকলে দাম আরও কমতে পারে।
খাতুনগঞ্জ পাইকারি বাজার ঘুরে জানা গেছে, ১০ দিন আগে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি শুকনা মরিচ ৪০০-৪২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩৩০-৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে চট্টগ্রামের হাটহাজারীর শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৪২০ টাকায়, যা আগে কেজিপ্রতি ৫০০ টাকায় লেনদেন হতো। একই দামে বিক্রয় হচ্ছে রাজশাহী অঞ্চলের বিভিন্ন জাতের শুকনা মরিচ।
শুকনা মরিচ বিক্রেতা শাহাদাত হোসেন জানান, আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা এবার পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ আবাদ করেছেন। এরই মধ্যে ক্ষেত থেকে কাঁচামরিচ উঠতে শুরু করেছে। উৎপাদন ভালো হওয়ায় বাজারে কাঁচামরিচের সরবরাহ যেমন বেড়েছে, তেমনি দাম কমেছে। ৩০ থেকে ৪০ টাকার মধ্যে বেচাকেনা হচ্ছে প্রতি কেজি কাঁচামরিচ। কাঁচামরিচ আবাদ করে লোকসান হওয়ায় কৃষকরা এখন শুকিয়ে বাজারে বিক্রি করছেন। ফলে বাজারে সরবরাহ বেড়েছে শুকনা মরিচের।
তিনি আরও জানান, চট্টগ্রাম অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি হাটহাজারী লাল মরিচের আবাদ হয়। এরই মধ্যে বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের জমি থেকে নতুন লাল মরিচ উঠতে শুরু করেছে, যার কারণে বাজারে আগের তুলনায় শুকনা মরিচের সরবরাহ বেশি। আগামী দিনগুলোয় সরবরাহ আরও বাড়বে। ফলে দামও আরও কমবে।
ব্যবসায়ীরা বলছেন, মসলা জাতীয় পণ্যের বেশিরভাগ আমদানির মাধ্যমে দেশের চাহিদা পূরণ করা হয়। ২০২৩ সালে উৎস দেশে ফলন কম হওয়ায় বিশেষ করে জিরার দাম বেড়ে যায়। পরবর্তী সময়ে দেশের বাজারে ডলারের বিনিময় হার বৃদ্ধিও কারণে এলসি (ঋণপত্র) খুলতে দীর্ঘসূত্রতা দেখা দেয়। ফলে এক বছরের বেশি সময় ধরে জিরা, পেঁয়াজ, রসুন, এলাচির দামও বেশি ছিল।
![শুকনা মরিচের দাম কেজিতে কমেছে ৭০ টাকা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)