ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৫ | ৫:২ পিএম
অনলাইন সংস্করণ
শুধু ওমরা ও হজ যাত্রীরদের টিকা বাধ্যতামূলক
২১ জানুয়ারি, ২০২৫ | ৫:২ পিএম
![শুধু ওমরা ও হজ যাত্রীরদের টিকা বাধ্যতামূলক](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/21/20250121170002_original_webp.webp)
ছবি: সংগ্রহ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সৌদি আরবের নতুন স্বাস্থ্যবিধি অনুযায়ী, শুধু হজ ও ওমরা যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক হবে। অন্যদিকে, ওয়ার্ক ভিসাধারীদের জন্য টিকা কার্ড বাধ্যতামূলক নয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরব সরকার স্বাস্থ্যসেবার উন্নতিতে এই নতুন নির্দেশনা জারি করেছে, যা হজ, ওমরা, এবং ভিজিট ভিসায় সৌদি আরব যাওয়া যাত্রীদের জন্য প্রযোজ্য হবে। তাদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মেনিনজাইটিস টিকা নেওয়া বাধ্যতামূলক হবে। যাত্রীদের টিকা নেওয়ার কমপক্ষে ১০ দিন আগে সৌদি আরবে ভ্রমণ করতে হবে এবং তাদের টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ১ বছরের নিচে শিশুদের জন্য এই টিকা নেওয়া বাধ্যতামূলক নয়, এবং গত ৩ বছরের মধ্যে যাদের মেনিনজাইটিস টিকা নেওয়া হয়েছে, তাদের নতুন করে টিকা নেওয়ার প্রয়োজন হবে না।
এছাড়া, করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, পীতজ্বর এবং পোলিওর টিকা নেওয়ার জন্যও কয়েকটি দেশের যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তান থেকে আসা যাত্রীদের জন্য পোলিও টিকা এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়া থেকে আসা যাত্রীদের জন্য পীতজ্বর টিকা বাধ্যতামূলক করা হয়েছে।
এই নতুন নির্দেশনা ইতোমধ্যে সৌদি আরবের সিভিল এভিয়েশন দপ্তর সমস্ত এয়ারলাইন্সকে জানিয়ে দিয়েছে।
- ট্যাগ সমূহঃ
- শুধু ওমরা
- হজ
- যাত্রীরদের
- বাধ্যতামূলক
![শুধু ওমরা ও হজ যাত্রীরদের টিকা বাধ্যতামূলক](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)