ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:০৬:১৫ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২ জানুয়ারি, ২০২৫ | ১২:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত : প্রধান উপদেষ্টা

২ জানুয়ারি, ২০২৫ | ১২:৫৬ পিএম

শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত : প্রধান উপদেষ্টা

ছবি: সংগ্রহ

আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "সরকারের চেয়ে ব্যক্তির শক্তি বেশি," এবং তিনি মনে করেন যে, মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে দেশ ও সমাজের সব সমস্যা সমাধান সম্ভব। তিনি আরও বলেন, "জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব।"

 

 

এ কথা তিনি ২ জানুয়ারি, জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষ্যে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন।

 

 

প্রধান উপদেষ্টা বলেন, "সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব এবং মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে এই দায়িত্বের গুরুত্ব মনে করিয়ে দেওয়া, যাতে কেউ ভুলে না যায় বা দূরে সরে না যায়।" তিনি আশা প্রকাশ করেন, "এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে এবং সবাই এ দায়িত্ব পালন করবে।"

 

 

ড. ইউনূস আরও বলেন, "প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা রয়েছে।" এই প্রবণতাকে জাগিয়ে তোলা প্রয়োজন, এবং নিজের জন্য কিছু করার চেয়ে পরের কল্যাণে কাজ করতে আনন্দ পাওয়া যায়। তাই তিনি দেশের সকল নাগরিকের প্রতি দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

 

 

তিনি সরকারের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বলেন, "সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি।" তিনি দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে ব্যক্তিপর্যায়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

 

ড. ইউনূসের এই বক্তব্য দেশের সামাজিক ব্যবসা এবং জনকল্যাণে কার্যকরী ভূমিকা পালন করার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত : প্রধান উপদেষ্টা