ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:৪২:১১ এএম

শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক এমপিদের গাড়ি ফেরত যাচ্ছে জাপানে

২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:১১ পিএম

শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক এমপিদের গাড়ি ফেরত যাচ্ছে জাপানে

ছবি: সংগ্রহ

মোংলা বন্দরে শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক এমপিদের বিলাসবহুল গাড়ি এখন জাপানে ফেরত পাঠানো হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসব গাড়ি ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। গত ১৮ ফেব্রুয়ারি পানামা পতাকাবাহী লোটাস লিডার জাহাজে নীলফামারী-০৪ আসনের সাবেক এমপি সিদ্দিকুল আলমের প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়িটি জাপানে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া, কক্সবাজার-০১ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের ল্যান্ড ক্রুজার ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

 

 

মোংলা কাস্টম হাউজের কমিশনার ম. সফিউজ্জামান বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ১৭ জুলাই জাপান থেকে মোংলা বন্দরে মোট চারটি প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা হয়েছিল। এর মধ্যে দুটি গাড়ি ইতোমধ্যে ফেরত পাঠানো হয়েছে এবং বাকি দুটি গাড়ি ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

 

এদিকে, গাড়িগুলোর ওপর শুল্কমুক্ত সুবিধা বাতিল হয়ে যাওয়ার পর, এনবিআর গাড়িগুলোর জন্য মোটা অঙ্কের শুল্ক দাবি করেছিল, কিন্তু কেউ এই শুল্ক পরিশোধে আগ্রহ দেখায়নি। ফলস্বরূপ, এগুলো নিলামে বিক্রি না হওয়ায় শেষ পর্যন্ত গাড়িগুলো জাপানে ফেরত পাঠানো হচ্ছে।

 

 

২০১৯ সালের ৬ আগস্ট, রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা এসব বিলাসবহুল গাড়ি তাদের মালিকদের জন্য হাতছাড়া হয়ে যায়। সাবেক এমপিরা বিদেশে পালিয়ে যাওয়ায় বা আত্মগোপনে থাকায় সময়মতো গাড়িগুলো ছাড়ানো সম্ভব হয়নি। এরপর মোংলা কাস্টম হাউজ এগুলোর নিলাম আয়োজন করলেও বিক্রি হয়নি।

 

 

এতে আরও জানা গেছে, ১৯৮৭ সালে এইচ এম এরশাদ সরকারের সময় শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা চালু করা হয়েছিল। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এটি বাতিল করলেও ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার আবার এটি পুনর্বহাল করে, যার ফলে সরকারের রাজস্ব অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

 

এখন, গাড়িগুলোর ফেরত পাঠানো নিশ্চিত হওয়ার পর, এর পরবর্তী পদক্ষেপ হিসেবে আমদানিকারকদের এসব গাড়ি ফেরত নিতে হবে এবং শুল্ক পরিশোধের পরেই তারা গাড়িগুলো ব্যবহার করতে পারবেন।

শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক এমপিদের গাড়ি ফেরত যাচ্ছে জাপানে