ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১০ মার্চ, ২০২৫ | ৪:৭ পিএম
অনলাইন সংস্করণ
শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু
১০ মার্চ, ২০২৫ | ৪:৭ পিএম

ছবি: সংগ্রহ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়নের মতো অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় 'শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা, ২০২৫' চালু করেছে। এ লক্ষ্যে একটি শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা কমিশনারেট (সিআরএমসি) প্রতিষ্ঠা করা হবে, যা ঝুঁকি-সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও পর্যালোচনা করবে।
সিআরএমসি ঝুঁকির প্রোফাইল তৈরি ও পরিচালনা করবে এবং অনলাইনে ঝুঁকি নিবন্ধন হালনাগাদ করবে। গোয়েন্দা তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত উপাত্ত বিশ্লেষণ কৌশল ব্যবহার করে পণ্য চালানগুলোকে লাল, হলুদ, নীল বা সবুজ ঝুঁকি-ভিত্তিক লেনে শ্রেণিবদ্ধ করবে। এটি জাতীয় ও আন্তর্জাতিক উৎস থেকে উপাত্ত সংগ্রহ করে ঝুঁকির প্রবণতা ও প্রকৃতি নির্ধারণ ও বিশ্লেষণ করবে। এছাড়া, অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক অবস্থা, আবগারী-শুল্ক হার, শুল্ক মূল্যায়ন, শুল্ক ছাড়, আঞ্চলিক ও আন্তর্জাতিক চুক্তি, বাজার ব্যবস্থা এবং শুল্ক বিভাগের দায়িত্ব ও কার্যাবলীকে প্রভাবিত করে এমন অন্যান্য দিক পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবে।
সিআরএমসি যেকোনো সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, আমদানি ও রপ্তানি সম্পর্কিত যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থার কাছ থেকে তথ্য ও উপাত্ত সংগ্রহ করবে এবং প্রয়োজনে তথ্য বিশ্লেষণে অন্যান্য সংস্থার সহায়তা নেবে। এটি গোপনীয় ও সংবেদনশীল তথ্য সংরক্ষণ এবং ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখবে। এছাড়া, সংশ্লিষ্ট সব বিভাগের জন্য ঝুঁকি সতর্কতা জারি করবে, ঝুঁকি ক্ষেত্রগুলো চিহ্নিত করবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কাস্টমস হাউস বা কাস্টমস স্টেশন ও ভ্যাট কমিশনারেটকে সেগুলো সমাধানের জন্য সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেবে।
সিআরএমসি আন্তঃদেশীয় সীমান্ত বাণিজ্য সম্পর্কিত ঝুঁকি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে নিয়মিত তথ্য বিনিময় করবে, যোগাযোগ রাখবে ও সমন্বয় করবে। এটি বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করবে ও বোর্ডের কাছে উপস্থাপন করবে এবং সময়ে সময়ে বোর্ড কর্তৃক নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করবে।
এই উদ্যোগের মাধ্যমে এনবিআর অর্থনৈতিক ঝুঁকি হ্রাস করে দেশের শুল্ক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির আশা করছে।
- ট্যাগ সমূহঃ
- শুল্ক
- ঝুঁকি
- ব্যবস্থাপনা
- বিধিমালা
- চালু
