ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ
শুল্ক বৃদ্ধি ফলে, বেনাপোল দিয়ে দুদিন ধরে ফল আমদানি বন্ধ রয়েছে
৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:১৩ পিএম

ছবি: সংগ্রহ
অতিরিক্ত শুল্ককর আরোপের কারণে বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি কমে গেছে। গত দুই দিন ধরে বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, যদি শুল্ককর প্রত্যাহার না করা হয়, তাহলে তারা এই বন্দর দিয়ে কোন ফল আমদানি করবেন না।
বেনাপোল বন্দর দিয়ে সাধারণত ভারতীয় আঙুর, কমলা, আনার, আপেলসহ বিভিন্ন ধরনের ফল আমদানি করা হয়। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত জানুয়ারি মাসে ফলের ওপর শুল্ক বাড়ানোর পর বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানির পরিমাণ অর্ধেকেরও নিচে নেমে গেছে। এর ফলে সরকার একটি গুরুত্বপূর্ণ রাজস্ব খাত থেকে বড় ধরনের আয় কমে গেছে।
প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ফলের আমদানির শুল্ক বাবদ ১৮-২০ কোটি টাকা রাজস্ব আদায় হতো, যা এখন কমে ৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের জন্য উচ্চ শুল্কের কারণে লাভজনক নয় আমদানি করা। এ কারণে তারা ফল আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এছাড়া, আসন্ন রমজানকে সামনে রেখে ফলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা ব্যবসায়ীদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে, কারণ রমজানে ফলের ওপর নির্ভরশীল দেশের মানুষ। এতে ফলের দাম বেড়ে গিয়ে ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, "গত দুই দিন ধরে ফল আমদানি বন্ধ রয়েছে। শুল্ক বৃদ্ধি হওয়ার কারণে ফলের দাম বেড়ে গেছে এবং ব্যবসায়ীরা ফল আমদানি বন্ধ রেখেছেন। তবে যদি আমদানিকারকরা ফল আমদানি শুরু করেন, তাহলে বন্দর থেকে সকল সুবিধা দেওয়া হবে।"
এখন প্রশ্ন হচ্ছে, সরকার কীভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে এবং ব্যবসায়ীদের কাছ থেকে ফলের আমদানির জন্য সহায়তা প্রদান করবে।
- ট্যাগ সমূহঃ
- শুল্ক বৃদ্ধি
- বেনাপোল
- দুদিন
- ধরে
- ফল
- আমদানি
- বন্ধ রয়েছে
