ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ
শেখ হাসিনার কার্যক্রম নিয়ে দিল্লিকে প্রতিবাদ জানিয়েছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২৯ এএম
![শেখ হাসিনার কার্যক্রম নিয়ে দিল্লিকে প্রতিবাদ জানিয়েছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/06/20250206220957_original_webp.webp)
ছবি: সংগ্রহ
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডকে উসকানিমূলক মনে করায় বাংলাদেশ দিল্লি সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে।
আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) ঢাকায় ভারতীয় হাইকমিশনারের কাছে একটি প্রতিবাদলিপি হস্তান্তর করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি আরও বলেন, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে প্রতিবাদলিপি হস্তান্তর করা হলেও এখন পর্যন্ত দিল্লি থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।
উল্লেখযোগ্য, বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু কর্মকাণ্ডকে উসকানিমূলক এবং বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাতমূলক মনে করছে। এ জন্য তারা ভারতীয় কর্তৃপক্ষের প্রতি তীব্র প্রতিবাদ জানায় এবং তাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায়।
![শেখ হাসিনার কার্যক্রম নিয়ে দিল্লিকে প্রতিবাদ জানিয়েছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)