ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:১৭:০৮ পিএম

শেয়ারবাজারে টানা দরপতন: ডিএসই সূচক ১০ পয়েন্ট কমে ৫১৬৬ পয়েন্টে

২৩ জানুয়ারি, ২০২৫ | ৪:১৫ পিএম

শেয়ারবাজারে টানা দরপতন: ডিএসই সূচক ১০ পয়েন্ট কমে ৫১৬৬ পয়েন্টে

ছবি: সংগ্রহীত

তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর দেশের শেয়ারবাজারে ফের টানা দরপতন দেখা দিয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৫১৬৬ পয়েন্টে নেমেছে।

 

 

লেনদেনের শুরুতে বাজার কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও প্রথম ঘণ্টার পর বাজারের চিত্র পাল্টে যায়। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমতে শুরু করে, যা দিনভর অব্যাহত থাকে।

 

 

ডিএসইতে লেনদেনের পরিমাণও কমে দাঁড়িয়েছে ৩৫৬ কোটি ২৬ লাখ টাকায়, যা আগের কার্যদিবসের তুলনায় ৫৬ কোটি ৭৫ লাখ টাকা কম। লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল ওয়াইম্যাক্স ইলেকট্রোড, যার ২২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে মালেক স্পিনিং এবং তৃতীয় স্থানে এডিএন টেলিকম।

 

 

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯২ প্রতিষ্ঠানের মধ্যে ৯৬টির দাম কমেছে এবং ৬৪টির দাম বেড়েছে।

এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের শেয়ারবাজারে সতর্কতার সঙ্গে লেনদেন করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ারবাজারে টানা দরপতন: ডিএসই সূচক ১০ পয়েন্ট কমে ৫১৬৬ পয়েন্টে