ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৫:১১:১৫ পিএম

শেয়ারবাজারে দর হারিয়েছে দুইশ শেয়ার

২৭ নভেম্বর, ২০২৪ | ৯:৫৩ এএম

শেয়ারবাজারে দর হারিয়েছে দুইশ শেয়ার

ছবি: সংগ্রহ

দেশের শেয়ারবাজারে টানা কয়েকদিন ধরে পতন চলছিল। তবে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার কিছুটা উত্থানের মাধ্যমে সেই পতনের অবসান ঘটে। টানা পতন থামলেও এদিন শেয়ারবাজারের দুইশ কোম্পানির শেয়ারদর কমেছে। এতে করে অস্বস্তিতেই রয়েছেন বিনিয়োগকারীরা।

 

এ সূচকের উত্থানে শুরু হয়েছে শেয়ারবাজারের লেনদেন। লেনদেনের পুরোটা সময় উত্থানেই ঘুরপাক খাচ্ছিল সূচক। তবে শেষ পর্যন্ত সামান্য উত্থান হয়েছে শেয়ারবাজারে।
টানা তিন দিনের পতনে শেয়ারবাজার থেকে ১০৯ পয়েন্ট সূচক হারিয়েছে। আর একদিনে নামমাত্র উত্থানে ফিরেছে ৭ পয়েন্ট। অর্থাৎ ১০২ পয়েন্ট সূচক পিছিয়ে আছে। তিনদিনে বিনিয়োগকারীরা হারায় ৫ হাজার ৫১৭ কোটি টাকা আর একদিনে বিনিয়োগকারীদের কাছে ফিরেছে ৫৫৫ কোটি টাকা।

 

বাজার বিশ্লেষকরা বলছেন, তলানির দিকে হাঁটতে থাকা শেয়ারবাজার মাঝে মাঝে কিছুটা বিশ্রাম নিয়ে থাকে। সেই বিশ্রামের অংশ হিসেবেই সামান্য উত্থান শেয়ারবাজারে। নিয়ন্ত্রক সংস্থাগুলো যতগুলো পদক্ষেপ নিয়েছে সেগুলোর একটিও যদি কার্যকর করা সম্ভব হতো হবে বাজারের এই অবস্থা থাকত না। দেশ এবং বিনিয়োগকারীদের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থাকে কঠোরভাবে হাতে নেওয়া পদক্ষেপগুলো কার্যকর করতে হবে।

 

মঙ্গলবার (২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। তবে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

 

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৪৩ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ১.০২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.৪৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

 

ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৯টি কোম্পানির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত আছে ৭৯টির।

 

এদিন ডিএসইতে মোট ৩৫৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

 

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৫.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৩১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৫৮.৩১ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৩৭ পয়েন্টে, শরিয়া সূচক ২.৬৭ পয়েন্ট কমে ৯২১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫৫.৪৭ পয়েন্ট কমে ১১ হাজার ৭১০ পয়েন্টে অবস্থান করছে।

 

সিএসইতে ২১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৪টি কোম্পানির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির। দিন শেষে সিএসইতে ৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৩২ পয়েন্টে।

শেয়ারবাজারে দর হারিয়েছে দুইশ শেয়ার