ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৪৭:৩২ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৯ নভেম্বর, ২০২৪ | ১২:৫১ পিএম

অনলাইন সংস্করণ

শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা, সপ্তাহ শেষে বাজারে মিশ্র পরিস্থিতি

৯ নভেম্বর, ২০২৪ | ১২:৫১ পিএম

শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা, সপ্তাহ শেষে বাজারে মিশ্র পরিস্থিতি

ছবি: ভ্যাটবন্ধু নিউজ

গত সপ্তাহে শেয়ারবাজারে সূচকের উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেলেও শেষ দু’দিনে সূচকে পতন ঘটে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মূলধন লাভের ওপর কর হ্রাস করায় এবং বেশিরভাগ কোম্পানির ইতিবাচক আয়ের প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশাবাদ বাড়লেও, অনেকেই সম্ভাব্য ক্ষতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন। সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজারমূলধন প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়ে মোট বাজারমূলধন দাঁড়ায় ছয় লাখ ৭১ হাজার ৮০৯ কোটি টাকায়।

 

 

সাপ্তাহিক পর্যালোচনায় দেখা যায়, ২৪৪টি শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে, আর ১১২টি শেয়ারের মূল্য কমেছে। পেপার, সিরামিক্স এবং ভ্রমণ খাত টপ গেইনার হিসেবে তালিকায় উঠে এসেছে। সার্বিকভাবে, ওরিয়ন ফার্মা সবচেয়ে বেশি লেনদেনে ছিল। সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১১৬.৯৩ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৯.৪৯ পয়েন্ট, শরিয়াহ সূচক ৪৩.০১ পয়েন্ট এবং এসএমই সূচক ৪২.৭১ পয়েন্ট।

 

 

শীর্ষ দর বৃদ্ধিকারী কোম্পানিগুলোর মধ্যে গ্লোবাল হেভি কেমিক্যালস শীর্ষে রয়েছে, যার শেয়ারদর ৪২.৬২ শতাংশ বেড়েছে। এছাড়া, শাইনপুকুর সিরামিকস, আফতাব অটোমোবাইলস এবং মিডল্যান্ড ব্যাংকসহ অন্যান্য কোম্পানির শেয়ার দরেও বেশ ভালো বৃদ্ধি হয়েছে। অপরদিকে, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর সর্বাধিক ১০.৫৩ শতাংশ হ্রাস পায়।

 

 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব সূচকও গত সপ্তাহে বৃদ্ধি পেয়েছে, যেখানে সিএএসপিআই সূচক বেড়েছে ২.৮৩ শতাংশ। সপ্তাহজুড়ে ৩১৭টি কোম্পানির শেয়ারের লেনদেন হয়, যার মধ্যে ২৮৪টি শেয়ারের দর বৃদ্ধি পায় এবং ৫৭টি কমে।

বাজার পর্যালোচকরা বলছেন, সামগ্রিক শেয়ারবাজারে সরকারের নানাবিধ পদক্ষেপ বিনিয়োগকারীদের জন্য সহায়ক হবে এবং ভবিষ্যতে বিনিয়োগে আগ্রহ বাড়াতে পারে।

শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা, সপ্তাহ শেষে বাজারে মিশ্র পরিস্থিতি