ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৪ ডিসেম্বর, ২০২৪ | ৭:১৫ এএম
অনলাইন সংস্করণ
শ্রম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
২৪ ডিসেম্বর, ২০২৪ | ৭:১৫ এএম
![শ্রম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/23/20241223162032_original_webp.webp)
ছবি: সংগ্রহ
নিম্নতম মজুরি পুনর্মূল্যায়ন ও বার্ষিক ইনক্রিমেন্ট”কমিটির সুপারিশের আলোকে পোশাক শিল্পে বার্ষিক ৯ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা করেছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যমান শতকরা ৫ ভাগ বেতন বৃদ্ধির সঙ্গে আরো শতকরা ৪ ভাগ যুক্ত করে মোট শতকরা ৯ ভাগ বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বার্ষিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা ৫ ভাগ বিদ্যমান অবস্থায় অব্যাহত থাকবে।
৯ ডিসেম্বর সন্ধ্যায় শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন চলতি মাসের বেতনের সঙ্গে ৯ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট পাওয়ার কথা জানিয়েছিলেন। গতকাল এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটির সুপারিশকৃত বার্ষিক ইনক্রিমেন্ট শতকরা ৪ ভাগ বৃদ্ধি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে, যা ২০২৫ সালের জানুয়ারিতে প্রদেয় বেতনের সঙ্গে দিতে হবে। বেতন বৃদ্ধির সঙ্গে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সর্বশেষ সংশোধিত) সম্পর্কিত অন্যান্য সুবিধাদিও প্রাসঙ্গিক হবে। এ মজুরি বৃদ্ধি সরকার কর্তৃক পুনর্মূল্যায়ন অথবা নিম্নতম মজুরি বোর্ডের পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে।
- ট্যাগ সমূহঃ
- প্রজ্ঞাপন জারি
![শ্রম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)