ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:২২:০৬ পিএম

শ্রীলংকায় জ্বালানি তেল পরিশোধনে যুক্ত হলো সিনোপেক

২৪ জানুয়ারি, ২০২৫ | ১২:১০ পিএম

শ্রীলংকায় জ্বালানি তেল পরিশোধনে যুক্ত হলো সিনোপেক

ছবি: সংগ্রহ

শ্রীলংকার জ্বালানি তেল পরিশোধন কেন্দ্রের সঙ্গে যুক্ত হলো চীনের বৃহত্তম জ্বালানি সংস্থা সিনোপেক। শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী জানান, দক্ষিণাঞ্চলীয় হাম্বানটোটা শহরে ৩৭০ কোটি ডলারের পরিশোধনাগার চালু করতে গত বুধবার এ চুক্তি হয়েছে। 


পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ জানিয়েছেন, এ প্রকল্প থেকে কী পরিমাণ পরিশোধিত জ্বালানি তেল রফতানি হবে, তা সিনোপেক ও শ্রীলংকা একসঙ্গে সিদ্ধান্ত নেবে।


তিনি বলেন, ‘এখন পর্যন্ত এটি দেশে সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগের একটি। এ পরিশোধন কেন্দ্র শ্রীলংকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রকল্পটি নিয়ে দুই দেশ অনেক বছর ধরে আলোচনা করছে এবং এখন তা এগিয়ে নেয়ার জন্য প্রস্তুত। শিগগিরই নির্মাণ শুরু হবে বলে আমরা আশা করছি।’

 

কেন্দ্রটি কী পরিমাণ জ্বালানি তেল প্রক্রিয়াজাত করতে পারবে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি। শ্রীলংকা পুরোপুরি আমদানি করা জ্বালানি তেলের ওপর নির্ভরশীল। এজন্য দেশটিকে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার খরচ করতে হয়। স্থানীয় পর্যায়ে কয়েকটি ছোট পরিশোধন কেন্দ্র থাকলেও সেগুলো চাহিদা পূরণে যথেষ্ট নয়।

 

২০২২ সালে বৈদেশিক মুদ্রা সংকটে ভেঙে পড়া অর্থনীতি স্থিতিশীল করতে বিদেশী বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করছে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটি।

 

বিজিতা হেরাথ বলেন, ‘কলম্বো আশা করছে, এ পরিশোধনাগার চীনের তৈরি হাম্বানটোটা বন্দরের মাধ্যমে জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।’

 

সম্প্রতি চীন ও শ্রীলংকা ১৫টি নথি স্বাক্ষর করেছে, এর মধ্যে বেশকিছু অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নসংক্রান্ত চুক্তি রয়েছে।

শ্রীলংকায় জ্বালানি তেল পরিশোধনে যুক্ত হলো সিনোপেক