ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:৪২:১২ পিএম

সংকোচনের দিকে দেশের অর্থনীতি

৯ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৮ এএম

সংকোচনের দিকে দেশের অর্থনীতি

ছবি: সংগ্রহ

জুলাইয়ে রেকর্ড সংকোচনের পর আগস্টে কিছুটা উন্নতি হলেও দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখনো সংকোচনের দিকেই আছে। আগের মাসের তুলনায় আগস্টের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই সূচক ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪৩ দশমিক ৫ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। তারপরও পিএমআই মান অনুযায়ী দেশের অর্থনৈতিক পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি।

 

গতকাল রাজধানীতে এমসিসিআইয়ের কার্যালয়ে আগস্টের পিএমআই সূচক প্রকাশ করা হয়। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ, বাংলাদেশ যৌথভাবে প্রতি মাসে এ সূচক প্রকাশ করে।


দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলনের কারণে জুলাইয়ের পিএমআই মান ৩৬ দশমিক ৯ পয়েন্টে নেমে যায়। সে সময় রেকর্ড ২৭ পয়েন্ট কমেছিল এ সূচক। এর আগে জুনে পিএমআই সূচক ছিল ৬৩ দশমিক ৯ পয়েন্ট।


পিএমআই সূচকটি শূন্য থেকে ১০০ নম্বরের মধ্যে পরিমাপ করা হয়। সূচকের মান ৫০-এর বেশি হলে অর্থনীতির সম্প্রসারণ আর ৫০-এর নিচে হলে সংকোচন বোঝায়। আর সূচকের মান ৫০ হলে তা অর্থনীতির কোনো পরিবর্তন হয়নি বলে বোঝানো হয়। দেশের অর্থনীতির প্রধান চারটি খাত—কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের গতিবিধির ওপর ভিত্তি করে প্রতি মাসে এ সূচক তৈরি করা হয়।

 

আগস্টের পিএমআই প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই ও আগস্টে টানা আন্দোলন এবং সহিংস পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাপক মাত্রায় বিঘ্নিত হয়। এ কারণে অর্থনীতির প্রধান চারটি খাতেই পরিস্থিতির অবনমন ঘটে। তবে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু মাসের শেষের দিকে এসে শ্রমিক বিক্ষোভ ও দেশের কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হওয়ায় প্রত্যাশিত হারে বাড়েনি পিএমআই মান।

 

আগস্টের পিএমআই সূচকে দেখা যায়, কৃষি খাতের পিএমআই মান ছিল ৩৮ দশমিক ৭, যা জুলাইয়ে ছিল ৩৫ দশমিক ৪ পয়েন্ট। উৎপাদন খাতের পিএমআই ছিল ৪৭ দশমিক ৭, যা আগের মাসে ছিল ৩৪ দশমিক ১ পয়েন্ট। আর সেবা খাতের সূচক ৩৭ থেকে বেড়ে দাঁড়ায় ৪৩ দশমিক ২ পয়েন্টে। কৃষি, উৎপাদন ও সেবা খাতের সূচক আগের মাসের তুলনায় আগস্টে বাড়লেও কমেছে নির্মাণ খাতের মান। এ মাসে নির্মাণ খাতের মান ছিল ৪০, যা আগের মাসে ৪৫ ছিল। সব মিলিয়ে জুলাইয়ের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ পিএমআই মান বেড়েছে আগস্টে।

 

 

 

তবে আর্থিক এ ক্ষতির হিসাব নির্দিষ্ট কোনো জরিপের মাধ্যমে করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষতি সম্পর্কে অনুমান করা হয়েছে। প্রকৃতপক্ষে এর পরিমাণ আরো বেশি হতে পারে।’

সংকোচনের দিকে দেশের অর্থনীতি