ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২৫ | ১১:২০ এএম
অনলাইন সংস্করণ
সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
১৭ জানুয়ারি, ২০২৫ | ১১:২০ এএম
![সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/17/20250117105301_original_webp.webp)
ছবি: সংগ্রহ
জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ৩৫৫ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সার, চাল, ডাল, চিনি ও ভোজ্যতেল ক্রয়সংক্রান্ত আরো বেশকিছু প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্পট মার্কেট থেকে এক কার্গো (৬-৭ ফেব্রুয়ারি ২০২৫ সময়ে) এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেডের কাছ থেকে এ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৬৯২ কোটি ৭৯ লাখ ১৪ হাজার ৪৪৮ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১৪ ডলার ৪৫ সেন্ট। আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৬৩ কোটি ৪ লাখ ১৪ হাজার ৫৯৮ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ১৩ ডলার ৮২ সেন্ট।
পাকিস্তান থেকে সরকার টু সরকার পর্যায়ে ৫০ হাজার টন আতপ চাল কেনা সংক্রান্ত খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। পাকিস্তান ট্রেডিং করপোরেশনের কাছ থেকে ৩০৪ কোটি ৩৯ লাখ টাকায় এ চাল কেনা হবে। প্রতি টন চালের দাম ধরা হয়েছে ৪৯৯ ডলার। খাদ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। এতে ব্যয় হবে ২৭৭ কোটি ২ লাখ ৫৪ হাজার টাকা। প্রতি টন চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৫৪ ডলার ১৪ সেন্ট।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ট্রেডিং টিসিবির জন্য ভোজ্য তেল, ডাল ও চিনি কেনার অনুমোদন দিয়েছে কমিটি। এর মধ্যে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ১০ হাজার টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৯৭ কোটি ৯১ লাখ টাকা। প্রতি কেজি ডালের দাম ধরা হয়েছে ৯৭ টাকা ৯১ পয়সা। সিটি সুগার ইন্ডাস্ট্রিজের কাছ থেকে পাঁচ হাজার টন চিনি কিনতে ব্যয় হবে ৫৮ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি টন চিনির দাম পড়বে ১১৭ টাকা ৯০ পয়সা। মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের কাছ থেকে প্রতি কেজি ১১৫ টাকা ২৫ পয়সা দরে ১০ হাজার টন চিনি কেনা হবে। এতে ব্যয় হবে ১১৫ কোটি ২৫ লাখ টাকা।
![সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)