ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:২৬:৩৬ পিএম

সংস্কার দৃশ্যমান হলে পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফিরবে

২৫ ডিসেম্বর, ২০২৪ | ৫:৪৯ পিএম

সংস্কার দৃশ্যমান হলে পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফিরবে

ছবি: সংগ্রহ

পুঁজিবাজারে সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়ন শুরু হলে নতুন বছরে ইতিবাচক ধারা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) একটি প্রতিনিধি দল।

 


ডিএসই ও ডিবিএর ৮ সদস্যের একটি প্রতিনিধিদল অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। ডিএসইর জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে দলটি পুঁজিবাজারের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও নীতিসহায়তার জন্য অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ জানায়।

 


প্রতিনিধিদল বাজার উন্নয়নে প্রধান অন্তরায়সমূহ চিহ্নিত করে সেগুলোর সমাধানে কিছু সুপারিশ পেশ করেন। প্রস্তাবনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তা প্রদান। নেগেটিভ ইক্যুইটির সমাধান। সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্তি। করনীতিতে পরিবর্তন আনা।

 


অর্থ উপদেষ্টা প্রস্তাবনাগুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন এবং বাজার উন্নয়নে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সব অংশীজনকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন।

 


প্রতিনিধিদল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগে ডিএসই এবং ডিবিএর পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন বছরে সংস্কার কার্যক্রম দৃশ্যমান হতে শুরু করবে এবং এর ফলে পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফিরবে।

 

 

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্য মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও এবং ডিবিএর ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার।

 

 

এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের পাশাপাশি বাজারের স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত হবে বলে প্রতিনিধিদল আশাবাদ ব্যক্ত করেছে।

সংস্কার দৃশ্যমান হলে পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফিরবে