ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৮ এএম
অনলাইন সংস্করণ
সচিবালয়ে প্রবেশের নতুন নীতিমালা জারি
২১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৮ এএম

ছবি: সংগ্রহ
সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা জারি করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, কোনো দর্শনার্থী যে মন্ত্রণালয়ে প্রবেশের অনুমতি নেবেন, তিনি শুধু সেই মন্ত্রণালয়েই যেতে পারবেন। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে সচিবালয় ত্যাগ করতে হবে। প্রযুক্তির মাধ্যমে দর্শনার্থীর অবস্থান ও বহির্গমন নিয়ন্ত্রণ করা হবে।
এর আগে সর্বশেষ ২০১৪ সালে সচিবালয়ে প্রবেশ নীতিমালা করা হয়েছিল। সম্প্রতি সচিবালয়ে অগ্নিকাণ্ডসহ বেশকিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রশাসনের প্রাণকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহল থেকে ব্যাপক সমালোচনা করা হয়।
প্রবেশ পদ্ধতির বিষয়ে নীতিমালায় বলা হয়, একজন কার্ডধারী কর্মকর্তা বা কর্মচারী সচিবালয়ে প্রবেশের আগে তার শরীর আর্চওয়ে, মেটাল ডিটেক্টরের মাধ্যমে এবং তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করা হবে। এছাড়া প্রশিক্ষিত নিরাপত্তা কর্মীরা ভেপার ডিটেক্টর বা ডগ স্কোয়াডের মাধ্যমে যানবাহন বা ব্যক্তিকে তল্লাশি করবেন।
