ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:১৩:১৩ এএম

সঞ্চয়পত্রে মুনাফার হার বৃদ্ধি: সর্বোচ্চ ১২.৫৫ শতাংশ

১৬ জানুয়ারি, ২০২৫ | ৯:৫৮ এএম

সঞ্চয়পত্রে মুনাফার হার বৃদ্ধি: সর্বোচ্চ ১২.৫৫ শতাংশ

ছবি: সংগ্রহীত

সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার বৃদ্ধি করা হয়েছে। মেয়াদ পূরণের শর্তে সঞ্চয়পত্রের ধরন অনুসারে মুনাফার হার বেড়ে সর্বোচ্চ ১২.৫৫ শতাংশ হয়েছে। আজ বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এই হার বৃদ্ধির আদেশ জারি করেছে। নতুন মুনাফার হারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। কারণ, পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার হার অন্যান্য সঞ্চয়পত্রের তুলনায় বেশি।

 

 

নতুন নিয়মে কোনো সঞ্চয়পত্রের মুনাফার হার ১২ শতাংশের নিচে থাকবে না। পাশাপাশি বিনিয়োগের সীমায় পরিবর্তন আনা হয়েছে। সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার এক রকম এবং সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে ভিন্ন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে।

 

 

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রে মেয়াদ পূর্ণ হলে মুনাফার হার এখন সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের জন্য ১২.৫০ শতাংশ এবং সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের জন্য ১২.৩৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পূর্বে এই হার ছিল সর্বোচ্চ ১১.৫২ শতাংশ।

 

 

পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার সর্বোচ্চ ১২.৫৫ শতাংশ হয়েছে, যদি বিনিয়োগের পরিমাণ সাড়ে ৭ লাখ টাকার কম হয়। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার ১২.৩৭ শতাংশ। পূর্বে এই সঞ্চয়পত্রে মুনাফার হার ছিল ১১.৭৬ শতাংশ।

 

 

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফার হারও বেড়েছে। সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার হবে ১২.৪০ শতাংশ এবং বেশি বিনিয়োগের ক্ষেত্রে তা হবে ১২.৩৭ শতাংশ। পূর্বে এই হার ছিল সর্বোচ্চ ১১.২৮ শতাংশ।

 

 

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে নতুন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফার হার হবে ১২.৩০ শতাংশ এবং বেশি বিনিয়োগে তা হবে ১২.২৫ শতাংশ। পূর্বে এই হার ছিল ১১.০৪ শতাংশ।

 

 

ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবেও মুনাফার হার বৃদ্ধি করা হয়েছে। তিন বছরের মেয়াদ শেষে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার হবে ১২.৩০ শতাংশ এবং সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার নির্ধারণ করা হয়েছে ১২.২৫ শতাংশ।

সঞ্চয়পত্রে মুনাফার হার বৃদ্ধি: সর্বোচ্চ ১২.৫৫ শতাংশ