ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৪ | ৩:২০ পিএম
অনলাইন সংস্করণ
সপ্তাহ ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম কমল
২৭ ডিসেম্বর, ২০২৪ | ৩:২০ পিএম
![সপ্তাহ ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম কমল](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/27/20241227115249_original_webp.webp)
ছবি: সংগ্রহ
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এমন তথ্য জানা দেখা গেছে।
রাজধানীর এসব বাজার ঘুরে দেখা গেছে, এসব বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে। পুরাতন আলু ৬০ টাকা, বগুড়ার আলু ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমে ১১০ টাকা, মুড়ি পেঁয়াজ ৬০ টাকা, পাতা পেঁয়াজ ৫০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন আলু ও পেঁয়াজের পর্যাপ্ত আসার কারণে দাম কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে দাম আরও কমে আসবে বলে মনে করেন তারা।
এ ব্যাপারে তালতলা বাজারের আলু-পেঁয়াজ বিক্রেতা মো: আব্দুর রহমান বলেন, বাজারে নতুন আলু ও নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ছে। আগের তুলনায় দাম কমেছে।
এসব বাজারে আদা ১০০ থেকে ২৮০ টাকা, রসুন ২২০ থেকে ২৪০ টাকা, দেশি মশুর ডাল ১৪০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, মিনিকেট চাল ৭৬ থেকে ৮০ টাকা এবং নাজিরশাইল চাল ৭৫ থেকে ৮২ টাকা দরে বিক্রি হচ্ছে।
![সপ্তাহ ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম কমল](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)