ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:০৪:২৭ এএম

সবজিতে স্বস্তি ফিরলেও পেঁয়াজ-আলুতে অস্বস্তি

২ নভেম্বর, ২০২৪ | ২:৫৫ পিএম

সবজিতে স্বস্তি ফিরলেও পেঁয়াজ-আলুতে অস্বস্তি

ছবি: সংগ্রহ

নিজস্ব প্রতিবেদন : সবজিতে স্বস্তি ফিরলেও বাজারে পেঁয়াজ ও আলুর দাম বেশ চড়া। সপ্তাহ ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিপ্রতি ৫ টাকা। চড়া দামে আটকে আছে পেঁয়াজ। আজ শনিবার সকালে রাজধানী মিরপুর ৬ নাম্বার কাঁচা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

 

বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমে স্বস্তি ফিরতে শুরু করেছে। আজ বাজার ঘুরে দেখা যায়, বেশির ভাগ সবজি গত সপ্তাহের চেয়ে ১০-২০ কমে বিক্রি হচ্ছে। বাজারে শিমের কেজি ১৪০ টাকা, ফুলকপি প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা, প্রতি কেজি পাকা টমেটো প্রকারভেদে ১৪০ থেকে ১৬০ টাকা, গাজর ১৪০ টাকা, মুলা ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

 

এছাড়া কচুরমুখী ৭০ টাকা, বেগুন ৬০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, লাউ প্রতি ৬০ থেকে ৭০ টাকা, পেঁপের কেজি ৩০ থেকে ৪০ টাকা, শসা ৫০থেকে ৬০ টাকা এবং কাঁচামরিচ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

 

সবজি বিক্রেতারা জানিয়েছেন, শীতের সবজির সরবরাহ বাড়ছে। কিছুদিনের মধ্যে সবজির দাম আরও কমে আসবে। কারণ শীতের সবজি আসতে শুরু করেছে।

 

বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে দেশি পেঁয়াজ কেজিতে ২০ টাকা বেড়ে ১৬০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ১২০ টাকা, আদা ৩০০ টাকা, রসুন ২৮০ টাকা, আলু ৬০ টাকা, পুরোনো আলু কেজিতে ৫ টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

 

এক মাসের ব্যবধানে দেশি পেঁয়াজ কেজিতে ৩০ শতাংশ এবং আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ৮ শতাংশ বেড়েছে।

 

পেয়াজ ব্যবসায়ীরা বলছেন, আরতে পর্যাপ্ত পরিমান পেয়াজ নেই এই জন্য আরতদাররা পেয়াজের দাম বাড়িয়ে দিয়েছে।

সবজিতে স্বস্তি ফিরলেও পেঁয়াজ-আলুতে অস্বস্তি