ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৬ আগস্ট, ২০২৪ | ১:২ পিএম
অনলাইন সংস্করণ
সবজি- মসলার বাজারে স্বস্তি ফিরলেও পেঁয়াজের বাজারে আগুন
২৬ আগস্ট, ২০২৪ | ১:২ পিএম
![সবজি- মসলার বাজারে স্বস্তি ফিরলেও পেঁয়াজের বাজারে আগুন](https://i.vatbondhu.com/images/original-webp/2024/08/26/20240826132621_original_webp.webp)
ছবি: সংগ্রহ
নিজস্ব প্রতিবেদন : মিরপুরে সবজিতে স্বস্তি ফিরলেও পেঁয়াজের বাজারে আগুন। চড়া দামে পেঁয়াজের বাজারে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এতে বিপাকে রয়েছেন সাধারণ মানুষজন। কয়েক সপ্তাহের তুলনায় সবজির বাজার যেভাবে আছে তাতে নিম্নআয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। তবে লাগামহীন পেঁয়াজের দাম বাড়ায় ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে খেটে খাওয়া মানুষের।
রাজধানীর মিরপুরের সবজির বাজারে গিয়ে দেখা যায়, পটল ৪০ টাকা, বেগুন ৮০ টাকা, বডবডি ৫০ টাকা,ইস্তে ৮০ টাকা, কাকরোল ৫০ টাকা,ভেন্ডি ৪০ টাকা, প্রতি পিচ লাউ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে ভালো মানের দেশি পেঁয়াজ ১২০ টাকা এবং একটু কমা পেঁয়াজ ১১০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতা তা বিক্রি করছেন ১১৫-১২০ টাকায়। আলু বিক্রি করা হচ্ছে ৫০-৫৫ টাকায়।পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।
দাম বৃদ্ধি নিয়ে পেয়াজ ও আলু ব্যবসায়ী মোস্তফা বলেন, , 'অবরোধের প্রভাব পরেছে পেঁয়াজ, আলুতে। তবে সবজির আমদানি বাড়ায় দাম অনেকটা কমেছে, আরও কমবে। ক্রেতারা চাহিদা মত কিনতে পাচ্ছে সবজি। তবে পেঁয়াজ আর আলু বিক্রি করতে হয়রানি হতে হয় আমাদেরকে। হাত দিয়েই ঘুরে যায়, ক্রেতারা দামের কারণে কিনতে পারে না।'
দেশে শুকনা মসলাজাত পণ্যের অন্যতম জিরা। পণ্যটির প্রায় শতভাগ আমদানি করতে হয়। অতীতের রেকর্ড ভেঙে সম্প্রতি জিরার দাম ওঠে কেজিপ্রতি ১ হাজার ২০০ টাকায়। তবে আমদানি স্বাভাবিকের পাশাপাশি উৎপাদনকারী দেশের বাজার স্থিতিশীল হওয়ায় দেশের বাজারে পণ্যটির দাম নেমে এসেছে মানভেদে কেজিপ্রতি ৬০০ টাকা,৬২০ টাকা,৭২০ টাকার ঘরে। জিরার পাশাপাশি কমেছে অন্যান্য মসলার দামও। দারচিনি কেজিপ্রতি ৫০০-৫২০ টাকায় লেনদেন হচ্ছে।
মসলা ব্যবসায়ী জাবেদ খান আরো বলেন, প্রতি কেজি এলাচ মানভেদে ৩ হাজার টাকা,৩ হাজার ৬০০ টাকায় লেনদেন হচ্ছে। প্রতিকেজি কিচমিচ ব্রিক্রি হচ্ছে ৬০০- ৭০০ টাকা কেজি। আলু বকরা ৪০০ টাকা,লবঙ্গ ১৩০০ টাকা,সাদা গুলমরিচ ৫০০ টাকায় ব্রিক্রি হতে দেখা গেছে।
দীর্ঘদিন ধরে ওঠানামা করছে নিত্যপণ্যের দাম। নিত্যপণ্যের দাম কমুক, ক্রয়ক্ষমতার মধ্যেই থাকুক এই প্রত্যাশা সকলের।
![সবজি- মসলার বাজারে স্বস্তি ফিরলেও পেঁয়াজের বাজারে আগুন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)