ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ জানুয়ারি, ২০২৫ | ৯:১৩ এএম
অনলাইন সংস্করণ
সবজিতে স্বস্তি, মুরগির বাজার চড়া
৪ জানুয়ারি, ২০২৫ | ৯:১৩ এএম
![সবজিতে স্বস্তি, মুরগির বাজার চড়া](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/04/20250104091329_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাজারগুলো শীতকালীন সবজিতে ভরপুর হওয়ায় বেশ স্বস্তি এসেছে সবজি ক্রেতাদের মাঝে। একটি-দুটি বাদে সব ধরণের সবজির দামই এখন ক্রেতারা নাগালের মধ্যে রয়েছে। তবে মুরগির বাজার বেজায় চড়া। একই সঙ্গে দেশের নদী-নালা সুকিয়ে আসায় দেশীয় মাছের সমাগম বাড়লেও দাম কিন্তু কমেনি এখনো। বাজারে সব ধরণের মাছই বিক্রি হচ্ছে চড়া দামে। এছাড়া চালের বাজারে রীতিমতো টালমাটাল অবস্থা।
সবজির বাজার ঘুরে দেখা যায়, সহনীয় মূল্যে বিক্রি হচ্ছে শীতের সবজি। গত সপ্তাহের ৪০ টাকা কেজি মুলা আজ বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়, ৬০ টাকার গোল বেগুন ৫০ টাকা, লম্বা বেগুন ৩০ টাকা থেকে ৪০, ৪০ টাকার কলার হালি ৩০ টাকা, লাউ প্রতিটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি ১০ টাকা কমে ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, শালগম ৪০ টাকায, শিম ৪০ থেকে ৫০ টাকা, শসা ও টমেটো ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া করলা, পটোল, ঝিঙা ও ধুন্দল প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, গাজর ৬০ টাকা, লালশাক, পালং ও কলমি শাক প্রতি আঁটি ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি সপ্তাহে আলু ও পেয়াজের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহের ৫৫-৬০ টাকার আলু প্রতি কেজিতে ৫ টাকা কমে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ প্রতি কেজিতে ৫ টাকা কমে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি রসুন ২৫০ টাকা ও ভারতীয় রসুন প্রতি কেজি ২২০ টাকা, চায়না আদা ২০০ টাকা, নতুন ভারতীয় আদা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আগের দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল। বোতলজাত ৫ লিটারের সয়াবিন ৮৫০ এবং এক লিটার ১৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া খোলা পামওয়েল প্রতি লিটার ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিপিস ডিম বিক্রি হচ্ছে ১২ টাকায়। প্রতি ডজন ডিম ১৩০- ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে গত সপ্তাহের মতোই স্থিতিশীল অবস্থা দেখা গেছে গরুর সাংসের বাজার। দোকানগুলোতে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকা। প্রতি কেজি খাসির মাংস ১০৫০ টাকা থেকে ১২০০ টাকা ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। তবে মুরগির বাজার বেশ চড়া। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা । দেশি মুরগি ৬৫০-৭০০ টাকা, সাদা লেয়ার ২৫০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩০০ টাকায় এবং প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকায়।
![সবজিতে স্বস্তি, মুরগির বাজার চড়া](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)