ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৭ ডিসেম্বর, ২০২৪ | ৫:৭ পিএম
অনলাইন সংস্করণ
সময়মতো বৃষ্টি না হওয়ায় ইলিশে ডিম কম এসেছে: মৎস্য উপদেষ্টা
৭ ডিসেম্বর, ২০২৪ | ৫:৭ পিএম
![সময়মতো বৃষ্টি না হওয়ায় ইলিশে ডিম কম এসেছে: মৎস্য উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/07/20241207164845_original_webp.webp)
ছবি: সংগ্রহ
জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হলো ২য় জলবায়ু ন্যায্যতা সমাবেশ। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন "ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)" এর আয়োজনে সমাবেশে বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর এবং জলবায়ু ন্যায্যতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “জলবায়ু পরিবর্তন আমাদের কৃষি, খাদ্য এবং জীবন-জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এবার সময়মতো বৃষ্টি না হওয়া এবং নদীগুলোর ভরাট ও দখলের কারণে ইলিশের ডিম উৎপাদন কমেছে।”
তিনি নদীর পরিবেশ পুনরুদ্ধার এবং মাছের চলাচলের পথ উন্মুক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।
সমাবেশে ফাউন্ডেশনের ডেপুটি রিজনাল প্রোগ্রাম ডিরেক্টর কাইনান হগটন বাংলাদেশের নতুন জ্বালানি নীতিকে "আশাব্যঞ্জক" বলে অভিহিত করেন।
তিনি বলেন, “টেকসই ভবিষ্যতের জন্য বাংলাদেশকে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করতে হবে। পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর জলবায়ু ন্যায্যতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ ধাপ।”
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুরশিদ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সামাজিক সমস্যাগুলোর ওপর আলোকপাত করেন।
তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশগত নয়, এটি সামাজিক সমস্যাও সৃষ্টি করছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় প্রয়োজন সক্রিয় নাগরিক অংশগ্রহণ।”
জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ন্যায্যতার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো জরুরি বলে সমাবেশে বক্তারা মত প্রকাশ করেন।
আয়োজক সংগঠন "ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)" এ ধরনের উদ্যোগকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।
সমাবেশে উপস্থিত সকলে টেকসই উন্নয়ন, পরিচ্ছন্ন জ্বালানি এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
![সময়মতো বৃষ্টি না হওয়ায় ইলিশে ডিম কম এসেছে: মৎস্য উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)