ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৫ | ৯:৩২ এএম
অনলাইন সংস্করণ
সম্পূরক শুল্ক বাড়বে যেসব পণ্য ও সেবায়
১১ জানুয়ারি, ২০২৫ | ৯:৩২ এএম
![সম্পূরক শুল্ক বাড়বে যেসব পণ্য ও সেবায়](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/11/20250111093251_original_webp.webp)
ছবি: সংগ্রহ
দেশের চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে, সরকারের পক্ষ থেকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হোটেল-রেস্তোরাঁ, টেলিফোন, ইন্টারনেট, ওষুধ, কোমল পানীয়, সিগারেটসহ শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) এবং সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার জারি করা দুটি নতুন অধ্যাদেশের মাধ্যমে এই পরিবর্তনগুলো কার্যকর করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি সময়ে এসব পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে, ভোক্তাদের খরচ বাড়বে। বিশেষ করে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে কথা বলার এবং ইন্টারনেট ব্যবহারের খরচ বৃদ্ধি পাবে। এর পাশাপাশি, রেস্তোরাঁয় খেতে গিয়ে এবং পোশাক কেনার ক্ষেত্রে বাড়তি খরচ অনুভব করবেন গ্রাহকরা।
নতুন দুটি অধ্যাদেশ হচ্ছে – মূসক ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, যা প্রকাশের পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট নির্দেশনা জারি করেছে এবং এসব পরিবর্তন এখন থেকেই কার্যকর হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর শর্ত অনুসারে কিছু পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানো এবং যৌক্তিকীকরণ করার পরিকল্পনা নেয়া হয়। গত ১ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এনবিআরের এই প্রস্তাব পাস করা হয়, এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদনের পর এটি অধ্যাদেশ আকারে জারি করা হয়।
এছাড়া, আমদানি পর্যায়ে বিভিন্ন পণ্যে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। উদাহরণস্বরূপ, সুপারি বাদামে শুল্ক ৩০% থেকে বেড়ে ৪৫%, পাইন বাদামে ২০% থেকে ৩০%, এবং তাজা বা শুকনা সুপারিতে ৩০% থেকে বেড়ে ৪৫% হয়েছে। একইভাবে, ফল, সবজি, তামাক, সাবান, ডিটারজেন্ট, কোমল পানীয়, সিগারেটসহ আরো অনেক পণ্যে শুল্ক বাড়ানো হয়েছে ৫% থেকে ১৫% পর্যন্ত।
এ পরিবর্তনগুলো ভোক্তা-দরদের জন্য একটি বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে চলমান মূল্যস্ফীতির কারণে।
- ট্যাগ সমূহঃ
- সম্পূরক
- শুল্ক
- পণ্য ও সেবায়
![সম্পূরক শুল্ক বাড়বে যেসব পণ্য ও সেবায়](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)