ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:০২:৫৭ পিএম

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে অন্তর্বর্তী সরকারের নতুন নির্দেশনা জারি

১৩ ডিসেম্বর, ২০২৪ | ৭:২২ এএম

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে অন্তর্বর্তী সরকারের নতুন নির্দেশনা জারি

ছবি: সংগ্রহ

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ১৩ দফা নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্দেশনায় সাধারণভাবে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করার পাশাপাশি সরকারি অর্থে কম প্রয়োজনীয় ভ্রমণ অবশ্যই পরিহার করতে বলা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


গত সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। বিদেশ ভ্রমণসংক্রান্ত নতুন নির্দেশনায় বলা হয়েছে, বছরের সম্ভাব্য বিদেশ ভ্রমণের একটা তালিকা জানিয়ে রাখতে হবে, বিদেশ ভ্রমণের জন্য মন্ত্রণালয়ভিত্তিক তথ্যভাণ্ডার তৈরি করতে হবে।

 

প্রধান উপদেষ্টার অফিস এর কাঠামো তৈরি করে দেবে এবং তথ্য সংরক্ষণ করবে, সর্বস্তরের সরকারি কর্মকর্তা একাধারে বিদেশ ভ্রমণ পরিহার করবেন, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশ ভ্রমণ সাধারণভাবে পরিহার করবেন।

 

তবে জাতীয় স্বার্থে অনুরূপ ভ্রমণ একান্ত অপরিহার্য হলে সেটি সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে, মন্ত্রণালয়ের সচিব ও অধীনে থাকা অধিদপ্তর বা সংস্থার প্রধানরা একান্ত অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া একসঙ্গে বিদেশ ভ্রমণে যাবেন না।

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে অন্তর্বর্তী সরকারের নতুন নির্দেশনা জারি