ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৪ | ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ
সরকারের ট্যাক্সের ১৫০ কোটি টাকা শোধ না করায় মামলার মুখে পড়তে পারে ইউনিয়ন ব্যাংক
২৫ ডিসেম্বর, ২০২৪ | ১২:৫০ পিএম
![সরকারের ট্যাক্সের ১৫০ কোটি টাকা শোধ না করায় মামলার মুখে পড়তে পারে ইউনিয়ন ব্যাংক](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/25/20241225113216_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ইউনিয়ন ব্যাংক পিএলসি প্রায় ১৫০ কোটি টাকা সরকারের ট্যাক্স পরিশোধে ব্যর্থ হয়েছে, যার কারণে ব্যাংকটি মামলার মুখে পড়তে পারে। সংশ্লিষ্ট ট্যাক্স অফিস সূত্রে জানা গেছে, 'নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট' অনুযায়ী মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ব্যাংকটির বিরুদ্ধে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাংকটির প্রতিনিধিদের সংশ্লিষ্ট কর অফিসে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তলব করা হয়েছে।
ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ একাধিকবার সতর্ক করার পরও সরকারী ট্যাক্সের ১৫০ কোটি টাকা পরিশোধ করেনি। ব্যাংকটি তিনটি পে অর্ডারের মাধ্যমে ট্যাক্স পরিশোধের নির্দেশ পেয়েছিল, তবে তারল্য সংকটের কারণে তা পরিশোধ করা সম্ভব হয়নি। এনবিআরের আয়কর বিভাগ জানায়, ব্যাংকটি পে অর্ডার জারি করলেও সরকারী ট্যাক্স পরিশোধে অক্ষম হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
‘নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’-এর ১৩৮ ধারায় এই অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড এবং প্রদেয় তিনগুণ জরিমানার বিধান রয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে। যদি তারা সন্তোষজনক ব্যাখ্যা না দেন, তবে আইনি ব্যবস্থা এবং জরিমানা আরোপের ব্যবস্থা নেওয়া হবে।
ইউনিয়ন ব্যাংকটি এস আলম গ্রুপের অধীনে পরিচালিত হয়ে থাকে, এবং গ্রুপটির বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে। এ কারণে ব্যাংকটি বর্তমানে বড় ধরনের তারল্য সংকটে পড়েছে, যা তাদের ট্যাক্স পরিশোধে সমস্যা সৃষ্টি করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে কিছু অর্থ সহায়তা পাওয়া সত্ত্বেও, ব্যাংকটি ট্যাক্স পরিশোধ করতে পারছে না বলে অভিযোগ উঠেছে।
ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক ইতোমধ্যে তাদের বকেয়া ট্যাক্স পরিশোধ শুরু করেছে। তবে, পদ্মা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকসহ কয়েকটি ব্যাংক এখনও ট্যাক্স পরিশোধ করতে ব্যর্থ হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, সব ব্যাংককেই সহায়তা দেওয়া হয়েছে, তবে ইউনিয়ন ব্যাংক কেন তাদের ট্যাক্স পরিশোধ করতে পারছে না, তা স্পষ্ট নয়।
আইনগত দৃষ্টিকোণ
ইউনিয়ন ব্যাংকের বিরুদ্ধে এই প্রথমবারের মতো 'নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট' এর আওতায় মামলা দায়ের হতে পারে, যা বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা হতে পারে।
![সরকারের ট্যাক্সের ১৫০ কোটি টাকা শোধ না করায় মামলার মুখে পড়তে পারে ইউনিয়ন ব্যাংক](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)