ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ ডিসেম্বর, ২০২৪ | ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ
সর্বকালের তলানিতে নেমেছে ভারতীয় রুপির দাম
৪ ডিসেম্বর, ২০২৪ | ১১:৪৮ এএম
![সর্বকালের তলানিতে নেমেছে ভারতীয় রুপির দাম](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/04/20241204113839_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ভারতীয় অর্থনীতি বর্তমানে কঠিন সময় পার করছে। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে যেখানে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল, সেখানে বাস্তব প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৫.৪ শতাংশ। গত ১৮ মাসে এটি সর্বনিম্ন প্রবৃদ্ধি।
এই মন্দার প্রভাব পড়েছে রুপির বিনিময়মূল্যে। গতকাল মঙ্গলবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান নেমে এসেছে ৮৪.৭৫ রুপিতে, যা ইতিহাসের সর্বনিম্ন।
আরবিআই রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ডলার বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নিয়েছে। ফলে দরপতন কিছুটা থেমেছে। তবে রুপির ধারাবাহিক দরপতনকে ব্যবসায়ীরা উদ্বেগজনক বলছেন। কয়েক মাস ধরেই রুপির দর রুখতে বাজারে হস্তক্ষেপ করছে আরবিআই।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়া এবং বিদেশি পুঁজি বিনিয়োগের (এফপিআই) প্রবাহে সংকোচনের ফলে রুপি দাম কমেছে। এছাড়া ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা) অন্তর্ভুক্ত দেশগুলো যদি একটি সাধারণ মুদ্রা তৈরি করার চেষ্টা করে, তবে আমদানি করা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাবও পড়ছে রুপির দামে।
বিশেষজ্ঞরা বলেন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই) ডলার বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নেওয়ার মাধ্যমে দরপতন কিছুটা সামাল দিয়েছে। তবে রুপির ধারাবাহিক পতন ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য উদ্বেগজনক। এর ফলে আমদানি ব্যয় বাড়ছে, বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের খরচ বাড়ছে এবং রপ্তানি খাতে লাভ কমছে।
![সর্বকালের তলানিতে নেমেছে ভারতীয় রুপির দাম](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)