ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৯ জানুয়ারি, ২০২৫ | ৭:১০ এএম
অনলাইন সংস্করণ
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ইকো ফেস্ট অনুষ্ঠিত
৯ জানুয়ারি, ২০২৫ | ৭:১০ এএম
![সাউথইস্ট ইউনিভার্সিটিতে ইকো ফেস্ট অনুষ্ঠিত](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/08/20250108163309_original_webp.webp)
ছবি: সংগ্রহ
সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের আয়োজনে সম্প্রতি ‘জার্নি টুগেদার, থ্রাইভ ফরএভার’ থিম নিয়ে ইকো ফেস্ট ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
এ সময় একাডেমিক অধিবেশনে স্বাগত বক্তব্য দেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. কাজী তানভীর মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ‘বাংলাদেশের অর্থনীতিতে জুলাই বিপ্লবের প্রভাব’ বিষয়ে বিশ্লেষণ করেন।
সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন যৌথ প্রচেষ্টা ও স্থিতিশীলতার মাধ্যমে উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হাকিম ‘উন্নয়নের অর্থ’ সম্পর্কে ধারণা প্রদান করেন।
![সাউথইস্ট ইউনিভার্সিটিতে ইকো ফেস্ট অনুষ্ঠিত](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)