ঢাকা শনিবার, ৫ জুলাই, ২০২৫ - ৪:২৫:৩১ এএম

সাজার মেয়াদ শেষেও ভারতের কারাগারে বন্দি বাংলাদেশিরা

৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০ পিএম

সাজার মেয়াদ শেষেও ভারতের কারাগারে বন্দি বাংলাদেশিরা

ছবি: সংগ্রহ

আইনত সাজার মেয়াদ শেষের পরও দীর্ঘদিন ধরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যসহ ভারতের বিভিন্ন কারাগার ডিটেনশন ক্যাম্পে বাংলাদেশি নাগরিকদের আটকে রাখার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের প্রশ্ন নিজেদের দেশে ফেরত না পাঠিয়ে কেন এই বাংলাদেশিদের ভারতের কারাগারগুলোতে আটকে রাখা হয়েছে। সোমবার আদালতের তরফে দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে এ বিষয়ে বিস্তারিত ব্যাখাও চেয়েছে।

 

সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সাজার মেয়াদ শেষ হওয়ার পরও দেশের বিভিন্ন কারাগারে প্রায় ৮৫০ জন অবৈধ অভিবাসীদের অনির্দিষ্টকালের জন্য আটকে রয়েছেন। এই বিষয়টি অত্যন্ত উদ্বেগের। শীর্ষ আদালতের বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কোনো বাংলাদেশি নাগরিককে গ্রেফতার ও দোষী সাব্যস্ত হওয়ার পর তার সাজার মেয়াদ শেষে তাকে সে দেশে ফেরত পাঠানো উচিত। এরপরই ডিভিশন বেঞ্চের প্রশ্ন ‘আমরা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে বুঝতে চাই যে, বাংলাদেশ থেকে আসা একজন অবৈধ অভিবাসীকে অভিযোগের ভিত্তিতে একবার দোষী সাব্যস্ত হয়ে যাওয়ার পরও, সেই ব্যক্তি যে ভারতের নাগরিক নন, এটা কি প্রতিষ্ঠিত হয় না? তবে সেক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য ভারতের কারাগার বা ডিটেনশন ক্যাম্পগুলোতে কয়েক শতাধিক বাংলাদেশি নাগরিককে আটকে রাখার অর্থটা কী?’

 

সাজার মেয়াদ শেষ হওয়ার পরও পশ্চিমবঙ্গের কারাগারে দীর্ঘদিন ধরে আটক থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের দুর্দশার বিষয়টি তুলে ধরে ২০১১ সালে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন মাজা দারুওয়ালা।

 

এ সময় ভারতের কেন্দ্রীয় সরকারকে বাদী করে ওই মামলাটি করা হয়। ২০১৩ সালে ওই মামলা স্থানান্তর করা হয় শীর্ষ আদালতে। সোমবার সেই মামলার শুনানিতেই শীর্ষ আদালত এসব প্রশ্ন তোলেন।

সাজার মেয়াদ শেষেও ভারতের কারাগারে বন্দি বাংলাদেশিরা