ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২২ জানুয়ারি, ২০২৫ | ২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
সাত টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল
২২ জানুয়ারি, ২০২৫ | ২:৩৩ পিএম
![সাত টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/22/20250122143257_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি) মেয়াদোত্তীর্ণ সাত টেলিকম প্রতিষ্ঠানের পিএসটিএন (পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক) লাইসেন্স বাতিল করেছে। বিটিআরসি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে।
লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হল: টেলিবার্তা লিমিটেড, র্যাংকস টেলিকম লিমিটেড, ন্যাশনাল টেলিকম লি., বাংলা ফোন লিমিটেড, ওয়েসটেক লিমিটেড, ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেড, ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেড।
বিটিআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এসব প্রতিষ্ঠানের পিএসটিএন লাইসেন্সের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং প্রতিষ্ঠানগুলো লাইসেন্স নবায়ন করতে কোনো আবেদন করেনি। এর ফলে, এসব লাইসেন্স বাতিল করা হয়েছে এবং এখন থেকে এ লাইসেন্সের অধীনে যেকোনো কার্যক্রম সম্পাদন করা অবৈধ এবং এটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
এছাড়া, বাতিল করা লাইসেন্সগুলোর মূল সনদ কমিশনের কাছে জমা দিতে এবং কোনো বকেয়া পাওনা থাকলে তা আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
- ট্যাগ সমূহঃ
- সাত টেলিকম
- সংস্থার
- লাইসেন্স বাতিল
![সাত টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)