ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৫ | ৬:০ এএম
অনলাইন সংস্করণ
সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স
২৬ জানুয়ারি, ২০২৫ | ৬:০ এএম
![সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/25/20250125155248_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বিদায়ী সপ্তাহে (১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটি শেয়ার দর বেড়েছে ২২ দশমিক ৮১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩ টাকা ৯০ পয়সা।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ৪৯ শতাংশ। আর ১৭ দশমিক ৩৫ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে সোনারগাঁও টেক্সটাইল মিলস লিমিটেড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কহিনুর কেমিক্যালসের ১৪ দশমিক ২৭ শতাংশ, মুন্নু সিরামিকসের ১৩ দশমিক ০৯ শতাংশ, ঢাকা ডায়িংয়ের ১২ দশমিক ৮২ শতাংশ, দুলামিয়া কটনের ১২ দশমিক ৩০ শতাংশ, ড্রাগন সোয়েটরের ১১ দশমিক ৯৩ শতাংশ, এডিএন টেলিকমের ১১ দশমিক ৯০ শতাংশ এবং শিকদার ইন্সুরেন্সের ১১ দশমিক ৫২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
![সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)