ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:২৩:২০ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৫ জানুয়ারি, ২০২৫ | ৬:০ এএম

অনলাইন সংস্করণ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ওয়েস্টার্ন মেরিন

৫ জানুয়ারি, ২০২৫ | ৬:০ এএম

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ওয়েস্টার্ন মেরিন

ছবি: সংগ্রহ

বিদায়ী সপ্তাহে সপ্তাহে (২৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়েস্টার্ন মেরিন শিপাইয়ার্ড লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

 

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৮০ পয়সা অর্থাৎ ৪৩ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।

 


সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ২৯ দশমিক ১১ শতাংশ দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিং। এছাড়া ১৯ দশমিক ০৫ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে ইয়াকিন পলিমার।

 

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার, রূপালী ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, হামি ইন্ডাস্ট্রিজ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস এবং ওয়ান ব্যাংক পিএলসি।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ওয়েস্টার্ন মেরিন