ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ
সিএনজি অটোরিকশার ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল
১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:৪০ পিএম

ছবি: সংগ্রহ
মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করার জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চালকদের বিরুদ্ধে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ দিলেও, একদিনের মধ্যেই সেই সিদ্ধান্ত বাতিল করেছে সংস্থাটি। রোববার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনা বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করা হয়েছে। এর ফলে সিএনজি চালকদের অবরোধ প্রত্যাহার করা হয়েছে এবং যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এর আগে, ১৬ ফেব্রুয়ারি সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছিল। সিএনজি চালকরা মিটারের ভাড়া বাড়ানো এবং মিটারের নিয়ম না মানলে জরিমানা বা কারাদণ্ডের নতুন আইনের প্রতিবাদে সড়ক অবরোধ করছিলেন। এ কারণে রাজধানীর রামপুরা, মিরপুর ১৪ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় যানজট সৃষ্টি হয়। অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ জনসাধারণ ভোগান্তির শিকার হন।
আন্দোলনকারীরা জানান, মিটারের ভাড়া বৃদ্ধি এবং নতুন জরিমানার আইন বাতিল করতে হবে। তারা আরো বলেন, বিআরটিএ যদি এ সিদ্ধান্ত বাতিল না করে, তাহলে তাদের আন্দোলন চলতে থাকবে।
এর আগে, ১০ ফেব্রুয়ারি বিআরটিএ একটি নির্দেশনা দেয়, যাতে বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৫(৩) ধারা অনুযায়ী, রুট পারমিটপ্রাপ্ত অটোরিকশাগুলো যেকোনও গন্তব্যে যাত্রী নিতে বাধ্য এবং মিটারের চেয়ে বেশি ভাড়া দাবি বা আদায় করলে ৫০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এ ছাড়াও চালকের লাইসেন্স থেকে এক পয়েন্ট কেটে নেওয়ার বিধান রয়েছে।
এ সিদ্ধান্তের পর রাজধানী ঢাকায় নিবন্ধিত অটোরিকশার সংখ্যা নিয়ে বিআরটিএ জানিয়েছে, বর্তমানে ঢাকায় নিবন্ধিত অটোরিকশার সংখ্যা ২০,৮৯৪টি। ২০১9 সালে সবচেয়ে বেশি অটোরিকশা নিবন্ধন করা হয়, যেখানে ৬,৮৩৯টি অটোরিকশা নিবন্ধিত হয়েছিল।
তবে বিআরটিএর সিদ্ধান্ত বাতিল হওয়ায় আপাতত সিএনজি চালকদের আন্দোলন স্থগিত রাখা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে।
